বাংলাহান্ট ডেস্ক : টানা কয়েকদিনের বিতর্ক, জল্পনার অবসান। ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে যাচ্ছেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। টেলিপাড়ায় গুঞ্জন এমনটাই। সম্প্রতি নায়ক নায়িকার মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাতে মিটিং ডাকা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। সেখানে উপস্থিত হয়েছিলেন জিতু দিতিপ্রিয়া দুজনেই। কিন্তু জিতুর (Jeetu Kamal) গা ছাড়া ভাবের জন্যই নাকি প্রযোজনা সংস্থা নতুন নায়কের খোঁজ করার নির্দেশ দিয়েছে।
ফের চর্চায় জিতুর (Jeetu Kamal) পুরনো সিরিয়াল
ওদিকে যখন চিরদিনই তুমি যে আমার এর জন্য নতুন নায়কের খোঁজ চলছে, তখনই জিতুর পুরনো সিরিয়াল উঠে এসেছে চর্চায়। এর আগে ‘মিলন তিথি’ থেকেও বাদ পড়েছিলেন জিতু (Jeetu Kamal)। অনেকে দাবি করছেন, নায়িকা ঊষসীর সঙ্গে ঝামেলার জেরেই নাকি বাদ পড়েছিলেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ওই সিরিয়ালের প্রযোজক স্নিগ্ধা বসু। মনোমালিন্যের জল্পনা ফুৎকারে উড়িয়ে তিনি বলেন, সেটে কোনোদিন কোনও অশান্তি করেননি জিতু। তবে তিনি একটু বেশি খুঁতখুঁতে।

ঠিক কী ঘটেছিল: ওই সিরিয়ালে নায়কের চরিত্র ধীরে ধীরে ইতিবাচক থেকে নেতিবাচক হয়ে উঠছিল। তাতেই আপত্তি ছিল জিতু্র। তাই তিনি ‘এনওসি’ দিয়ে বেরিয়ে যান মাঝপথে। ওই সিরিয়ালের পরিচালকও বলেন, জিতু (Jeetu Kamal) একটু প্রশ্ন করতে ভালোবাসেন। চরিত্রের ভেতরে ঢুকে যান তিনি। তবে তাঁর আচরণে কখনোই কোনও খারাপ ইঙ্গিত পাননি বলে জানান পরিচালক।
আরও পড়ুন : চেনা উপকরণে রেস্তোরাঁর স্টাইলে রান্না, গরম ভাতে জমে যাবে ফুলকপির এই রেসিপি
নতুন নায়ক খুঁজছে সিরিয়াল: জিতু নিজেও তখন জানিয়েছিলেন, চিত্রনাট্য নিয়ে সহমত না হতেই তিনি সরে দাঁড়িয়েছিলেন মিলন তিথি থেকে। সম্প্রতি চিরদিনই তুমি যে আমার বিতর্কের পর আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় জিতু একটি পোস্ট শেয়ার করেন যাতে লেখা, ‘কান্না পেলে সেও কাঁদে, ব্যথায় তারও কষ্ট হয়। সমাজ যতই বুঝুক না ভুল, পুরুষ মানেই নষ্ট নয়’।
আরও পড়ুন : স্লট বদল হতেই TRP পতন, মাত্র কয়েক মাসেই বন্ধের মুখে জলসার নতুন মেগা!
প্রসঙ্গত, জানা গিয়েছে সিরিয়ালে আর্য চরিত্রের জন্য নাকি রণজয় বিষ্ণুকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি স্পষ্টও করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সাহেব ভট্টাচার্যর নামও নাকি উঠে আসছে এক্ষেত্রে। এদিকে এখনও নাকি ‘এনওসি’ জমা দেননি জিতু। এমতাবস্থায় চিরদিনই তুমি যে আমার এর ভবিষ্যৎ কী হবে সেটাই দেখার।












