খুব দ্রুতই ভেঙে দেবেন ক্রিকেট ঈশ্বরের রেকর্ড! কোহলিকে নিয়ে হিংসায় জ্বলছেন সচিন টেন্ডুলকার?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণ করা ভারতীয় দলে (Indian Cricket Team) চলছে একটি সুস্থ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ওপর ভর করে ভারতীয় দল অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে সমর্থকদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। ব্যাট হাতে এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় অবদান যাদের তারা হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে চলতে বিশ্বকাপের শতরান পেয়েছিলেন রোহিত শর্মা। আর গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই বিশ্বকাপে শতরান পেয়েছেন বিরাট কোহলি। সকলেই শুনলে অত্যন্ত খুশি হবেন যে ১৯ তারিখ অবধি এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন এই দুই ভারতীয় তারকা। ২৬৫ রান করে প্রথম স্থানে রয়েছেন রোহিত। ২৫৯ রান করে আপাতত দ্বিতীয় স্থানেই রয়েছেন কোহলি।

ac kohli rohit

বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই শতরান পেয়েছেন চলতি বিশ্বকাপে। রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে শতরানটি করা মাত্র বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম‍্যাটে তৃতীয় সর্বোচ্চ শতরানের মালিক হয়ে যান। তার সামনে শুধু রয়েছেন বিরাট কোহলি (৪৮ শতরান) এবং কিংবদন্তি সচিন টেন্ডুলকার (৪৯ শতরান)।

আরও পড়ুন:-বিশ্বকাপে নতুন রেকর্ড, হরিয়ানা হ্যারিকেন কপিলকে টপকে গেলেন হিটম্যান রোহিত!

কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকরা সচিনের (Sachin Tendulkar) একটি আচরণ দেখে অত্যন্ত কষ্ট পেয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে হিটম্যান রোহিত শর্মা ৩১ তম ওডিআই শতরান করার পর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষেও তিনি ভারতীয় দলের প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন টুইটারে।

আরও পড়ুন: কোহলি বা রোহিত নন, এই তারকাই বিশ্বকাপ জেতাবে ভারতকে! এখনও অবধি রয়েছেন নট-আউট

কিন্তু অনেকেই আশ্চর্য হয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি দুর্দান্ত শতরান করলেও সেই রাতে সচিন টেন্ডুলকার তাকে নিয়ে কোনও পোস্ট করেননি। তবে কি সত্যিই তার ওডিআই শতরানের রেকর্ড ভাঙার অত্যন্ত কাছাকাছি পৌঁছে দিয়েছেন বলে বিরাটের উপর সন্তুষ্ট নন সচিন? এই প্রশ্নের উত্তর অবশ্য শুধুমাত্র সচিন নিজেই দিতে পারবেন। তবে আরেকটি শতবার না করেও বিরাট কোহলি যদি কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে বিশ্বকাপ এনে দিতে পারেন তাহলে সেই বিষয়টা খোদ বিরাট কোহলির কাছেও বেশি গ্রহণযোগ্য হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর