বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সবথেকে চর্চিত সম্পর্কগুলির মধ্যে একেবারে শুরুর দিকেই থাকবে সলমন খান এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) নাম। ক্যাটরিনার কেরিয়ারের শুরু থেকেই তাঁর পেছনে ছায়ার মতো থেকেছেন ভাইজান। দুজনের বিশেষ সম্পর্ক নিয়ে একসময় চর্চা ছিল তুঙ্গে। সেসব অবশ্য এখন অতীত। ভিকি কৌশলকে বিয়ে করে সদ্য প্রথম সন্তানের জন্মও দিয়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির বহু তারকাই পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। এবার কি সলমনের থেকেও বিশেষ বার্তা পেলেন ‘ভিক্যাট’ (Katrina Kaif) জুটি?
ক্যাটরিনার (Katrina Kaif) জন্য বিশেষ বার্তা পাঠালেন সলমন?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি স্ক্রিনশট থেকেই ছড়িয়েছে গুঞ্জন। সেখানে দেখা যাচ্ছে, ভিকি ক্যাটরিনার (Katrina Kaif) শেয়ার করা সুখবরের পোস্টের কমেন্ট বক্সে রয়েছে সলমনের একটি কমেন্ট। সেখানে তাঁর নামের সঙ্গে লেখা, ‘এইসব ব্যক্তিগত বিষয় সমাজ মাধ্যমে দেওয়া বন্ধ করো’। সত্যিই কি এমন মন্তব্য করেছেন ভাইজান?

ব্যাপারটা ঠিক কী: স্ক্রিনশটটি দেখে অনেক কৌতূহলী নেটনাগরিক ভিক্যাটের আসল পোস্টের কমেন্ট বক্সে উঁকিও দিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে, আদৌ এমন কোনও মন্তব্য করেননি সলমন। পুরো বিষয়টিই ভুয়ো। সলমনের নাম নিয়ে এমন গুজব আগেও ছড়িয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ক্যাটরিনার (Katrina Kaif) মা হতে চলার খবরে নাকি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা। কিন্তু পরে জানা যায়, সেটাও ভুয়ো।
আরও পড়ুন : বর্ষশেষের পার্টিতে বড় ধাক্কা, ডিসেম্বর থেকেই বাংলায় হুড়মুড়িয়ে বাড়ছে মদের দাম
প্রথম সন্তানের মা হলেন ক্যাটরিনা: সেপ্টেম্বরেই বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা (Katrina Kaif)। তিনি লিখেছিলেন, ‘হৃদয় ভরা আনন্দ এবং কৃতজ্ঞতা নিয়ে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু করতে চলেছি আমরা’। আর এবার দুই থেকে তিন হলেন তাঁরা। ৪২ বছর বয়সে মা হলেন অভিনেত্রী।
আরও পড়ুন : একঘেয়ে পালক পনির নয়, টাটকা শাক দিয়ে বানান পালক চিকেন, জমে যাবে ডিনার
প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি ভিকি ক্যাটরিনা। সেই ২০১৯ এ একটি চ্যাট শোতে মজাচ্ছলে অভিনেত্রীকে প্রোপোজ করেছিলেন ভিকি। দুজনে কখনও সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও বিভিন্ন অনুষ্ঠানে একত্রে দেখা যেত তাঁদের। ২০২১ এর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি ক্যাটরিনা। বিয়ের চার বছর পর ভূমিষ্ঠ হল তাঁদের প্রথম সন্তান।












