হটাৎ বাড়ির ছাদে কালো ছাই, জানেন কি আসল রহস্য

বাংলা হান্ট ডেস্ক : করোনা আতঙ্কে গোটা গত ২৩ শে মার্চ থেকে গোটা দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঢুকে পড়েছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যেই করণে ভারতবর্ষের আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ এবং মৃত্যু হয়েছে একাধিক জনের।

এর মাঝেই হঠাৎ আজ দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা জুড়ে সবার বাড়ির ছাদে হঠাৎ করেই কালো কালো ছাই দেখা যায় গোটা এলাকা জুড়ে অনেকের বাড়ির ছাদে মিলেছে এই ছাই। ইতিমধ্যেই এই ছাই কোথা থেকে এলো তা নিয়ে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় করোনা আতঙ্কের জন্য বিমান চলাচল বন্ধ সে ক্ষেত্রে বিমান থেকে এই ছাই পড়ার কোন সম্পর্ক নেই। অনেকে বলছেন করো না জেনে কারখানা বন্ধ থাকার জন্য কলকারখানা ছাই উড়ে এসে পড়ছে কিন্তু কোন হাওয়া বাতাস ছাড়া হুগলি থেকে এত দূরে কি করে ছাই উড়ে আসতে পারে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা ইতিমধ্যেই ফরেনসিক ডিপার্টমেন্টেই পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য

IMG 20200328 WA0226

কি কারনে এই পোড়া ছাই পড়ল সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে কিন্তু যেহেতু ছাড়া ভারতবর্ষজুড়ে করোনা লকডাউন চলছে তাই দেশের মধ্যেও বিমান চলাচল বন্ধ। বিমান থেকে পড়া কোনো সম্ভাবনা নেই এবং একটি বাড়িতে নয় একাধিক বাড়িতে এই ছাই পরেছে।

IMG 20200328 WA0188

বিশেষজ্ঞরা মনে করছে কোন বায়োলজিক্যাল এফেক্ট থেকেই এই ঘটনা ঘটতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুগলির ফ্যাক্টরিতে আগুন লাগে সেখানকার ছাই এসে পড়ে সত্যি কি সেটি সম্ভব কারণ হুগলি থেকে দমদমের একাধিক বাড়িতে যে ছাই পরেছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১২ কিলোমিটার দূর এতদূর এসে পড়ার সম্ভাবনা নেই

বললেই চলে কিন্তু কী কারণে একাধিক বাড়িতে এরকম কাল এসে পড়ল তা এখনও অজানা ইতিমধ্যে বিষয়টি ফরেনসিক যাওয়ার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে এখন দেখার বিষয় প্রশাসন এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নেয় কিনা বা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে কিনা


Udayan Biswas

সম্পর্কিত খবর