ধর্মেন্দ্রর নতুন টুইট ভিডিওটি দেখেছেন? না দেখলেই চরম মিস

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিব্যি আছেন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। বর্তমানে লোনাভলা অঞ্চলে নিজের ফার্ম হাউজে রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রকৃতির মাঝেই বিশাল ফার্ম হাউস রয়েছে তাঁর। মাঝেমধ্যেই সেখান থেকে নানান রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। কখনও তাঁকে দেখা যায় কৃষিকাজ করতে তো কখনও আবার দেখা যায় শরীরচর্চা করতে। তবে সম্প্রতি যে ভিডিও পোস্ট করেছেন তা দেখে রীতিমত অবাক হয়ে গেছেন তাঁর ভক্তরা।

অভিনেতার ফার্ম হাউজে রয়েছে একটি সুইমিং পুল। সেখানেই ‘ওয়াটার এরোবিক্স’ করতে দেখা গেল বর্ষীয়ান অভিনেতাকে। এখানেই শেষ নয়, সুইমিং পুলে মনের সুখে সাঁতার কাটতেও দেখা গেল তাঁকে। জলের মধ্যেই তিনি করে নিচ্ছেন যোগা ব্যায়াম এবং হালকা ব্যায়াম। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন ৮৭- র ‘তরুণ’।

Dharmendra

অভিনেতার এই ভিডিও দেখে বোঝাই সম্ভব নয় যে তাঁর বয়স ছুঁয়েছে ৮৭। অভিনেতার শরীর চর্চার ভিডিও দেখে রীতিমত অবাক গোটা নেটদুনিয়া। ভিডিও বার্তায় সকলকে সুস্থ থাকার কথাও জানিয়েছেন অভিনেতা। বলা বাহুল্য, ভিডিও পোস্ট হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই বইতে শুরু করেছে কমেন্টের বন্যা।

https://twitter.com/aapkadharam/status/1644884149009006592?t=sW3hVbxf3MBr4Zpj-i04uA&s=19

https://twitter.com/aapkadharam/status/1644484025577508864?s=20

একজন লিখেছেন, ‘সব সময় এভাবেই সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন’। অন্য আরেকজন লিখেছেন, ‘সত্যি ভাবাই যায়না আপনি এখনও এতটা স্বাস্থ্যবান’। সমস্ত অনুরাগীদের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বর্ষিয়ান অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)

উল্লেখ্য, ফার্ম হাউস এবং শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয় জগতে কিন্তু এখনও টিকে রয়েছেন তিনি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে করণ জোহরের ছবি ‘রকি অর রনি কি প্রেম কাহানি’- তে। এছাড়াও ‘আপনে ২’ ছবিতেও দেখা যাবে বর্ষিয়ান অভিনেতাকে। শেষবার তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘ তাজ: ডিভাইডেড বাই ব্লাড’- এ। অভিনেতাকে নতুনভাবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন হাজারো ভক্ত।

X