দেড় দশক পর আসছে প্রসেনজিৎ-রচনার সিনেমা! বুম্বাদার বাহুলগ্না হয়ে বিশেষ বার্তা অভিনেত্রীর

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত যে কয়টা জুটির উন্মাদনা ছিল তুঙ্গে তার মধ্যে একটা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একটা সময় ছিল যখন রচনা ও প্রসেনজিৎ-র নাম শুনেই হল ভর্তি করে দিতেন দর্শকরা। তাই তো এই জুটিও দর্শকদের হতাশ করতেননা কখনও। একসাথে স্ক্রিন শেয়ার করে উপহার দিয়েছেন একাধিক সব ধামাকাদার ছবি।

যদিও বেশ অনেকদিন হয়ে গেল রচনা বড়পর্দা থেকে দূরে রয়েছেন। এখন তার রাজত্ব শাড়ির ব্যবসায় এবং ছোটপর্দায়। জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ যে রচনার গুণেই সুপারহিট সেকথা বলাই বাহুল্য। এদিকে বুম্বাদাও কাজের গণ্ডিতে সীমারেখা টেনেছেন। তিনিও আজকাল বড় বাছকাছ করে তবেই ছবি সাইন করেন। এইসব নানা কারণে প্রসেনজিৎ আর রচনাকে একসাথে দেখতে পায়না ভক্তরা।

অন্যদিকে ভক্তরাও লাগাতার আবদার জানাতে থাকে তাদের প্রিয় জুটিকে ফিরিয়ে আনার জন্য। সেই স্বপ্ন কবে সত্যি হবে তা যদিও জানা নেই, তবে সম্প্রতি রচনা এবং প্রসেনজিৎ-র একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ফের একবার নস্টালজিক হয়ে পড়েছে সিনেপ্রেমী মানুষরা। ছবিগুলি নিমেষের মধ্যে ভাইরালও হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : বেকারদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এল চাকরির ঝাঁপি! এই সুযোগ হাতছাড়া করবেন না

উল্লেখ্য, এইদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বেশকিছু ছবি শেয়ার করেন রচনা। যেখানে দেখা যাচ্ছে, বহুদিন পর আবারও ফ্রেম শেয়ার করেছেন রচনা ও প্রসেনজিৎ। দিন কয়েক আগেই প্রসেনজিতের বাড়িতে বিজয়া সম্মিলনী (Bijaya Sammilani) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ক্যামেরাবন্দি হন দু’জনে। উল্লেখ্য, এইদিন সবুজ-সাদা একটি কো-অর্ড সেট পরে গিয়েছিলেন রচনা। হালকা মেক আপে ঠিক যেন স্বর্গের কোনও অপ্সরী নেমে এসেছেন। ভক্তরাও নায়িকার এই লুকের বেশ প্রশংসা করেছেন।

আরও পড়ুন : তিনটি মিসড কল আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি! কী এই ‘SIM Swap Fraud’? জেনে নিন বিস্তারিত

 

প্রসেনজিৎ-র প্রশংসায় পঞ্চমুখ হয়ে ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সবচেয়ে ড্যাশিং, হ্যান্ডসাম এবং চার্মিং নায়ক। এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। তুমি প্রমাণ করে দিলে ৫০-এর পর থেকেই আসলে জীবন শুরু হয়। খুব ভালো থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক’। যদিও যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল, মিমি কেউই বাদ যায়নি। টলিপাড়ার যত তারকা সেখানে উপস্থিত ছিলেন প্রায় সকলের সাথেই ফ্রেম শেয়ার করেছেন নায়িকা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর