কোন অভিযোগ থাকলে ‘দিদিকে বলো’ -সুজিত বসু

বাংলা Hunt:তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জন সাধারণ এর কথা মাথায় রেখে, তাদের অভাব অভিযোগের কথা শোনার জন্য টোল ফ্রী ফোন নম্বর দিয়ে নতুন একটি পরিকল্পনা এনেছেন ‘দিদিকে বলো’। নতুন এই পরিকল্পনার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের সমস্ত বিধায়ক দের সাংবাদিক বৈঠক ও জন সংযোগ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই নির্দেশ মাথায় রেখে ইতি মধ্যে সাংবাদিক বৈঠক ও জন সংযোগ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক রা। দল নেত্রীর নির্দেশে শনি বার দলের আর এক সৈনিক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কে দেখা গেলো জন সংযোগ করতে।

এদিন তিনি বিধাননগর পৌরসভার ৩২ নং ওয়ার্ডের গিয়ে জন সংযোগ করেন। দিদির ফোন নম্বর লেখা একটি কার্ড বিলি করেন সাধারন মানুষের মধ্যে। সেই সঙ্গে তিনি সাধারণ মানুষের বোঝান যে, এলাকার বা নিজের কোন অভাব, অভিযোগ, বা কোন সমস্যা থাকলে সরাসরি দিদিকে ফোন করে জানাতে পারেন এই ফোন নম্বরে। এই ফোন নম্বর ফোন করে কোন সমস্যা বা অভাব অভিযোগ জানালে দিদি সরাসরি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

Screenshot 2019 0804 101805সাধারন মানুষরা মন্ত্রী কে কাছে পেয়ে ও দিদির ‘দিদিকে বলো’ পরিকল্পনারা কথা শুনে খুসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর