‘দিদির দূত’ অ্যাপ প্রমোট করতে মাঠে নামলেন নুসরত জাহান, বললেন-দিদির স্বপ্নের বাংলা গড়তে সাহায্য করুন

Published On:

বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে। নির্বাচনী সভায় ভাষণ দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। সোশ্যাল মিডিয়ার প্রচারে বিজেপিকে সবথেকে এডভান্স বলে দাবি করা হয়। তবে এখন বিজেপিকে টেক্কা দিয়ে তৃণমূল যেভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের পার্টিকে পরিবেশন করছে তা বেশ দেখার মতো।

সম্প্রতি জনসংযোগ বৃদ্ধি করতে তৃণমূল দিদির দূত নামের অ্যাপ লঞ্চ করেছে। পশ্চিমবঙ্গের জনগণকে তৃণমূলের সাথে জুড়ে রাখতে দিদিকে বলো, দুয়ারে সরকার ইত্যাদি কর্মসূচি চালু করতে আগেই দেখা গেছে। আর এখন আরেক ধাপ এগিয়ে দিদির দূত নামের অ্যাপ লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস।

দিদির দূত নামক এই অ্যাপ প্রমোট করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সাংসদ মন্ত্রীরাও। বসিরহাট থেকে তৃণমূল সাংসদ নুসরত জাহান দিদির দূত অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছেন। নুসরত বলেছেন যে দিদির স্বপ্নের বাংলা গড়ার জন্য সাহায্য করুন এবং এই অ্যাপটি ডাউনলোড করুন।

নুসরত সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে দিদির দূত নামক অ্যাপের প্রোমোট করেছেন। নুসরাতের পাশাপাশি মিমিও দিদির দূত ডাওনলোড করার অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

দিদির দূত নামক অ্যাপতে তৃণমূল সরকার দ্বারা নানা উন্নয়নমূলক কাজকর্ম, বিভিন্ন ছবি- ভিডিও ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হবে বলে জানা গেছে। এই অ্যাপ এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য একটা প্রচারগাড়িকে কাজে লাগানোর খবর রয়েছে।

সম্পর্কিত খবর

X