বাংলাহান্ট ডেস্কঃ প্রচারের আলোয় না এলেও, তিনি একজন এমএসসি পাশ সবজিওয়ালা। পরিবেশ বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও, আজ পেটের দায়ে সবজি বিক্রেতা হয়েছেন কোচবিহারের (coochbihar) যামিনী বর্মন। পেটের জ্বালা, বড় জ্বালা- আর আজ সেই কারণেই সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন যামিনী বর্মন।
পড়াশুনা শেষ করার পর থেকেই চাকরীর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেন কোচবিহারের যামিনী বর্মন। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় কোন চাকরীই কপালে জোটেনি তাঁর। অবশেষে সংসার চালাতে গত ৫ বছর ধরে সবজি বিক্রি করেই সংসার চালাচ্ছেন বছর ত্রিশের যামিনী বর্মন।
এবিষয়ে যামিনী বর্মন জানান, ‘বিএ পাশ করি ২০০৯ সালে। পরিবেশবিদ্যায় এমএসসি পাশ করি। তারপর ভেবেছিলাম চাকরী হয়ত পেয়েই যাব। কিন্তু সে কপাল হয় না। চাকরী না পেয়ে অবশেষে ব্যবসা শুরু করি দেই। তবে এখনও নানাধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দেই। যদি কোন দিন ভাগ্য সহায় হয়, সেই আশায়’।
শীতলকুচির ভাওয়েরথানা বাজারে সবজি বিক্রি করলেও, মন থেকে চাকরীর আশা এখনও মুছে ফেলেননি যামিনী বর্মন। আজও কপাল খোলার আশায় চাকরীর ফর্ম ফিলআপও করেন এবং সঠিক সময়ে গিয়ে পরীক্ষাও দেন। যদি কোনদিন ভাগ্যে শিকে ছেঁড়ে সেই আশায়।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর