বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে অসুস্থতার পর প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্ষিতি গোস্বামী। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি অবশেষে রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়।তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের রাজনৈতিক মহলে।
বাম আমলের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এই আরএসপি নেতা। তত্কালীন রাজ্য সরকারের একাধিক দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন তিনি, সম্প্রতি অসুস্থতার কারণে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল যদিও তার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি কিন্তু শনিবার আবারও অসুস্থ হয়ে পড়ায় আবারও তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
আরএসপি তরফে জানা গিয়েছে আজ দুপুরেই তাঁর মরদেহ কলকাতায় আনা হবে, দলের সদর দফতরে শ্রদ্ধা জানানোর পর শেষকৃত্য হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট নেতা বিমান বসু। উল্লেখ্য, বাম কংগ্রেস জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।আরএসপির রাজ্য সম্পাদক তথা প্রাক্তন পূর্ণ মন্ত্রী দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলেই সূত্রের খবর।