কবি শঙ্খ ঘোষের প্রয়াণের আট দিনের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওনার স্ত্রী প্রতিমা ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ কদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। ওনার মৃত্যুর ৮ দিনের মধ্যে প্রয়াত হলেন স্ত্রী প্রতিমা ঘোষ (pratima ghosh)। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দিন কয়েক ধরে বাড়িতে নিভৃতবাসিনী হয়েছিলেন প্রতিমা ঘোষ। বিদায় কালে ওনার বয়স হয়েছিল ৮৯ বছর।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কবি শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন প্রতিমাদেবী। বিদ্যাসাগর কলেজে মর্নিং বিভাগে অধ্যাপনাও করেছিলেন তিনি। জীবনকালে অনেক বইও লিখেছিলেন প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার সকালে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে ওনার পরিবারের আরও কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালেও ভর্তি।

fbbcbk

আটদিন আগেই শেষ বিদায় জানিয়েছিলেন বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। শেষকালে ওনার বয়স হয়েছিল ৯০। সর্দি-কাশিতে ভুগছিলেন কবি। এরপর ওনার করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। যদিও, তিনি করোনা আক্রান্ত হলেও হাসপাতালে যাওয়ার পক্ষপাতী ছিলেন না। বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছিল ওনার। অবশেষে তিনি করোনা মহামারীর সামনে হার স্বীকার করেন।

Smita Hari

সম্পর্কিত খবর