এক দিনে কোন UPI অ্যাপ কত টাকা ট্রান্সফার করতে দেয়? জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক: ইউপিআই (UPI transfer) আসার পর থেকে আরও সহজ হয়েছে আর্থিক লেনদেন। ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’র লক্ষ্যে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। এখন প্রায় প্রতিটি মানুষই ব্যবহার করেন বিভিন্ন ইউপিআই অ্যাপ। মুদির দোকান হোক বা বিদ্যুতের বিল মেটানো। সব জায়গাতেই সহজেই টাকা দেওয়া যায় এই সব অ্যাপের মাধ্যমে।

নিজেদের ইউপিআই আইডি ব্যবহার করে অর্থ পাঠানো বা গ্রহণ করা যেতে পারে। এর ফলে আর ক্যাশ টাকা নিয়ে বেরোনোর চিন্তা থাকে না। মোবাইলের এক ক্লিকে সহজেই হয়ে যায় আর্থিক লেনদেন। তবে আপনি কি জানেন? ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কত টাকা ট্রান্সফার করা যেতে পারে? এর কী কোনও নির্দিষ্ট সীমা রয়েছে? 

upi transfer

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, একজন ব্যক্তি ইউপিআই-এর মাধ্যমে এক দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ডিজিটাল পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে Google Pay, PhonePe, Paytm অন্যতম। এই অ্যাপগুলিতে দৈনিক সর্বোচ্চ টাকা লেনদেনের একটি সীমা রয়েছে। দেখে নেওয়া যাক কোন অ্যাপের কত সীমা।

Amazon Pay: এই অ্যাপের মাধ্যমে একদিনে ১ লক্ষ টাকা অবধি ইউপিআই লেনদেন করা যায়। কিন্তু রেজিস্ট্রেশনের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার টাকার লেনদেন করা যাবে।

UPI transfer

Google Pay: এই অ্যাপেও দৈনিক ১ লক্ষ টাকার লেনদেন করা যাবে। পাশাপাশি, এই অ্যাপগুলিতে প্রতিদিন ১০ বারের বেশি আর্থিক লেনদেন সম্ভব নয়। 

PhonePe: এই অ্যাপের ব্যবহারকারীরা দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। যদিও এটি নির্ভর করে ব্যবহারকারী যে ব্যাঙ্কের থেকে অর্থ স্থানান্তর করে তার উপরেও।

UPI transfer

Paytm UPI: এর মাধ্যমে এক দিনে আপনি সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি লেনদেন করতে পারবেন। এছাড়াও এক ঘণ্টায় ২০ হাজার টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেয় এই অ্যাপ। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫টি লেনদেন এবং প্রতিদিন সর্বোচ্চ ২০টি লেনদেন করা যাবে Paytm UPI দিয়ে। 

প্রতিটি অ্যাপের জন্যই দৈনিক লেনদেনের সীমা নির্ভর করে ব্যবহারকারীদের ব্যাঙ্কের উপর।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর