DIG-র ভাইকে ধরেই মারধর! কামারহাটিতে তৃণমূলের রোষের শিকার পুলিশের আত্মীয়

বাংলাহান্ট ডেস্ক : এবার খোদ ডিআইজির ভাইকে অভিযোগে তুলকালাম কামারহাটি। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কাউন্সিলের অনুগামীদের দিকে। শুক্রবাদ রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথেই ডিআইজি অজয় ঠাকুরের খুড়তুতো ভাই বাবলু ঠাকুরের উপর হামলা চালায় কাউন্সিলরের অনুগামী এবং তার দলবল।

আক্রান্ত বাবলু ঠাকুর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি অজয় ঠাকুরের খুড়তুতো ভাই। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত তিনি। এবছর পুরসভা ভোটে ২৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন নির্মলা রাই। সেই সময় তাঁর হয়েই কাজ করেন বাবলু ঠাকুর। কিন্তু ভোট মেটার পর থেকেই আর দলের সঙ্গে যোগাযোগ রাখেননি বাবলু।

অভিযোগ, শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে তাঁর পথ আটকায় কাউন্সিলরের অনুগামী টিল্লু সিং এবং তার দলবল। আবার তৃণমূলের দলীয় কাজে সক্রিয় ভাবে অংশ নেওয়ার জন্য রীতিমতো হুমকিও দেওয়া হয়। কিন্তু তাতেও রাজি হননি বাবলু। এই প্রস্তাবে অসম্মত হওয়ার পরই রীতিমতো রাস্তার মাঝেই বেধড়ক মারধর করা হয় তাঁকে।

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। তাঁর পালটা দাবি, শ্যামনগর মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য পোস্টার লাগাচ্ছিল তৃণমূল কর্মীরা। সেই সময়ই সিপিএম আশ্রিত দুষ্কৃতিরা এসে হামলা করে তাদের উপর। অন্যদিকে কাউন্সিলরের এহেন দাবির পরই ক্ষোভে ফেটে পড়ে বাম শিবির। স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মজুমদারের দাবি, ‘নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে সিপিএমের ঘাড়ে মিথ্যে অভিযোগ চাপাচ্ছেন কাউন্সিলর’। ঘটনার তদন্তে নেমেছে বেলঘড়িয়া থানার পুলিশ। যদিও এখনও অবধি গ্রেপ্তার করা হয়নি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর