বাংলা হান্ট ডেস্ক: কম সময়ে ঘুরতে যাওয়ার জায়গা দীঘা (Digha)। দু একটা দিনে ছুটি পেলেই হল। বাঙালির ঘুরে আসতে ভালোবাসে দিঘার থেকে। বর্তমানে সেই দীঘায় পেয়েছে আলাদা মাত্রা। জগন্নাথ মন্দির স্থাপন হওয়ার পর থেকে দীঘায় যেন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। এই পর্যটকের (Tourist) সংখ্যা বাড়ার ফলে, দিঘায় ট্রেন নিয়ে সিদ্ধান্ত নিল রেল (Railway)।
কত তারিখ পর্যন্ত চলবে দিঘাগামী স্পেশাল ট্রেনগুলো (Digha)
যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন (Special Train) নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছিল। এর ফলে যাত্রীদের দিঘা যাওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছিল। পাশাপাশি পাঁশকুড়া-দিঘা লাইনের স্পেশাল ট্রেনে যাত্রীদের ভিড় হওয়ার ফলে ভালো উপার্জন হয় রেলের।
যাত্রী ভিড়ের ফলে এই স্পেশাল ট্রেনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল দফতর। যদিও এই বিষয়ে, পাঁশকুড়া (Panshura) হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে, এ ভাবে মেয়াদ না বাড়িয়ে ট্রেনগুলি স্থায়ী ভাবে চালানো হোক।
সূত্রের খবর, ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা, পাঁশকুড়া স্পেশাল লোকাল ১২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত, অর্থাৎ আরও ১৩ দিন চলবে। যদিও, এই স্পেশাল ট্রেনগুলির মেয়াদ শেষের আগেই সময়সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মৃত্যু এগিয়ে আসছে? মুঠোর জোরই বলে দেবে আপনার স্বাস্থ্যের অবস্থা! কিভাবে জানুন…
জানা যায়, এই বিষয়ে পাঁশকুড়া (Panshura) হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, দিঘাগামী স্পেশাল ট্রেনগুলিকে স্থায়ী ভাবে চালানোর জন্য তাঁদের সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। যদিও এই বিষয়ে রেলের তরফ থেকে এখনো কোন অনুমোদন পাওয়া যায়নি। এছাড়াও, সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধন হওয়ায় এমনিতেই দিঘায় (Digha) পর্যটকদের (Tourist) সংখ্যা বেড়ে গিয়েছে। আর এই স্পেশাল ট্রেনগুলো স্থায়ী করা হলে বহু যাত্রী উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।