বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন চলছে গোটা দেশজুড়ে। আর এই নির্বাচন চলাকালীন সময়ে দিঘা ঘুরতে গেলে সমস্যায় পড়তে পারেন পর্যটকেরা। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তাই বড় সিদ্ধান্ত নেওয়া হল পর্যটকদের জন্য। আগামী ২৫শে মে রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ২৩ তারিখ থেকে খালি করতে হবে দিঘার (Digha) হোটেলগুলি।
আপাতত মৌখিকভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত নোটিশ না পাওয়ায় স্বাভাবিকভাবে নির্বাচনের সময় হোটেলে পর্যটক রাখা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। হোটেল সংগঠনগুলি বলছে, এই মুহূর্তে গরমের ছুটি চলছে স্কুলে। তাই উইকেন্ড অর্থাৎ শনি ও রবিবার প্রচুর পর্যটক ঘুরতে আসছেন দিঘা,শংকরপুর, মন্দারমণি,তাজপুরে। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন।
আরোও পড়ুন : মোটরম্যানের দিন শেষ! সমস্ত রুটেই শুরু হচ্ছে চালকবিহীন প্রযুক্তি, এবার অটোমেটিক চলবে মেট্রো
তার কথায় “পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নির্দেশের কথা জানানো হয়েছে। বেড়াতে এসে পর্যটকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্যে ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত কোনও বুকিং না নেওয়ার জন্যে হোটেল মালিকদের বলা হয়েছে। নির্বাচন কমিশনের গাইডলাইনের কথা বলা হলেও এই সংক্রান্ত কোনও নোটিশ পাইনি আমরা যার কারণে অনেক বুঝতে পারছেন না হোটেলে পর্যটক থাকলে কোনও সমস্যা হবে কি না।”
আরোও পড়ুন : কলকাতায় বাংলাদেশি সাংসদের মৃত্যু, সামনে এল হারহিম করা তথ্য!খুনের বিবরণ শুনলে ‘থ’ হয়ে যাবেন
পাশাপাশি তার আরোও সংযোজন, “যারা হোটেল বুকিংয়ের কথা বলছেন তাদের ২৫ তারিখের পর বুকিং করার কথা বলা হচ্ছে।” কাঁথির মহকুমা শাসক ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক শৌভিক ভট্টাচার্য জানাচ্ছেন, “এই বিষয়ে প্রশাসন কিংবা পর্ষদের কোনও ভূমিকা নেই। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচনের সময় বহিরাগত লোকজন হোটেলে না রাখার জন্যে বলা হয়েছে।”
ডিএসপি( ডিএন্ডটি) আবুনুর হোসেনের কথায়, “কমিশনের গাইড লাইন মেনে চলার জন্যে হোটেল সংগঠনগুলিকে বলা হয়েছে। পাশাপাশি বহিরাগত আটকাতে দিঘার ওড়িশা বার্ডার এলাকায় নজরদারি ও চেকিং বাড়ানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে উপকৃল এলাকা জুড়ে।” তাই, পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।