মাসের শেষ দু দিনের জন্য অল্প খরচে যেতে পারবেন দিঘা, কীভাবে? সুখবর দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম

Published on:

Published on:

Digha new decision of North Bengal State Transport Corporation allows you to travel to Digha at a low cost

বাংলা হান্ট ডেস্ক: হাতে দুদিনের ছুটি পেলে ঘুরতে যেতে ইচ্ছে করে। অল্পদিনের ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা দীঘা (Digha)। দু একটা দিনে ছুটি পেলেই হল। বাঙালির ঘুরে আসতে ভালোবাসে দিঘা থেকে। আর বর্তমানে সেই দিঘা পেয়েছে আলাদা মাত্রা। জগন্নাথ মন্দির (Jagannath Temple) হওয়ার পর থেকে দিঘায় যেন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। যদিও মালদায় যাত্রীর অভাব দিঘাগামী বাসে। পর্যাপ্ত যাত্রীর ঘাটতি মেটাতে মালদার ভলভো বাসকে বালুরঘাট থেকে চালু করা সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। শীততাপ নিয়ন্ত্রিত এই বাস সপ্তাহে মঙ্গল ও শনিবার বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়বে।

এবার একেবারে জলের দরে দিঘা ঘুরতে পারবেন, কীভাবে জানুন (Digha)

দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকে সেখানে পর্যটকের সংখ্যা বেড়ে গিয়েছে বহু গুনে। এই না অবস্থায় দীঘা গ্রামে বাসগুলির জন্য এর আগেই নির্দেশিকা জারি করেছিল পরিবহন দফতর (West Bengal Transport Department)। তবে এবার যাত্রীর অভাবে মালদার ভলভো বাসকে বালুরঘাট থেকে চালু করার সিদ্ধান্ত নিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।

Digha new decision of North Bengal State Transport Corporation allows you to travel to Digha at a low cost

আরও পড়ুন:  প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় স্বামীর কাছেও ভরণপোষণ চাইতে পারেন স্ত্রী: সুপ্রিম কোর্ট

সূত্রের খবর, শীততাপ নিয়ন্ত্রিত দিঘাগামী ওই ভলভো বাসটি সপ্তাহে দুদিন অর্থাৎ মঙ্গল ও শনিবার বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। এই বাসটি সন্ধ্যে ৬.৫০ মিনিটে বালুরঘাট থেকে রওনা দেবে। দিঘায় গিয়ে পৌঁছবে পরদিন দুপুর ২.১৫ নাগাদ।

তিনি জানান, এবার আর ১৫০০ টাকা নয় মাত্র ৯৫০ টাকায় প্রায় ৬১২ কিলোমিটার পথ পেরিয়ে আপনি দীঘা পৌঁছতে পারবেন। বালুরঘাটের মানুষদের সুবিধার্থে কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বালুরঘাট দিঘা বাসের সূচনা করা হয়েছে বলে জানান উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

উত্তরবঙ্গ পরিবহন সংস্থার(NBSTC) চেয়ারম্যান জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘাগামী ছটি বাস চালু হয়েছিল উত্তরবঙ্গের ছটি জেলা থেকে। তবে এই তালিকা থেকে বাদ পড়েছিল দক্ষিণ দিনাজপুর। কিন্তু নতুন করে এই নিয়ম চালু হওয়ার পর ফরটি বাসের মধ্যে পাঁচটি লাভের সঙ্গে চলল মালদা থেকে চলা পাঁচটি বাসটি কিছুটা যাত্রী সমস্যায় ভুগছিল। তাই এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যান আরও জানান, দীঘা নামে এই ভলভো বাসটি সপ্তাহে দুদিন বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যেবেলায় ছাড়বে। এবং ওই বাসটি পরের দিন দিঘায় দুপুরে পৌঁছবে।