নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণ জামাইবাবুর! ধরা পরে যা বললেন…

Published on:

Published on:

Digha rape case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নাবালিকা শ্যালিকাকে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ (Rape)! অভিযোগ উঠল নিজের জামাইবাবুর বিরুদ্ধে। দিঘা থেকে শুরু, তারপর হাবড়ায় ভাড়া বাড়ি—সব জায়গাতেই চলেছে নির্যাতন। একসময় নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা, ফিরে আসার পরেই ফাঁস হয় ঘটনা। অভিযুক্ত ছিল পলাতক, অবশেষে মানিকতলায় ধরা পড়ল পুলিশের জালে।

প্রথমে দিঘা, তারপর হাবড়া—সঙ্গে নিয়ে গিয়েছিল জামাই

২০২৪ সালের ২৭ নভেম্বর অশোকনগরের এক মহিলা অভিযোগ জানান, তাঁর নাবালিকা মেয়ে নিখোঁজ। কিছুদিন পর ফিরে আসে মেয়ে। তার পরেই অভিযোগ ওঠে, জামাইবাবু দিঘায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন (Rape) করেছে। সেখান থেকে হাবড়ার এক ভাড়া বাড়িতে এনে ফের ধর্ষণ (Rape) (Rape) করে বলে দাবি পরিবারের।

Digha rape case

আরও পড়ুনঃ এবার নজরে হাসিনা কন্যা, ইউনূসের অভিযোগের ভিত্তিতে বড় সিদ্ধান্ত নিল WHO

নাবালিকার দাবি, দিনের পর দিন আটকে রেখে ভয় দেখিয়ে শারীরিক অত্যাচার চালাত জামাইবাবু। পরিবার থানায় জানালে, পুলিশ তদন্তে নামে। তবে অভিযুক্ত সেই সময় থেকেই পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে মানিকতলা ভ্যান স্ট্যান্ড থেকে জামাইবাবুকে গ্রেফতার করে। পরে তাকে বারাসত আদালতে (Barasat Court) তোলা হয়।

এদিকে, মেয়ের বাবার বিস্ফোরক দাবি—এই অভিযোগ পুলিশের চাপে করতে হয়েছিল। তাই নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনা সত্যি, না কি তৈরি করা—তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।