বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই রঙের উৎসবে মেতে উঠবে বঙ্গবাসী। এই দোলের ছুটিকে কাজে লাগিয়েই সৈকতপ্রেমী মানুষেরা অনেকেই পাড়ি দেবেন দীঘার (Digha) উদ্দেশ্যে। কিন্তু, দোলের দিনগুলো আপনার কেমন কাটতে পারে দীঘায় সেই সম্পর্কে কিন্তু আগে থেকেই জেনে নেওয়া প্রয়োজন। আর সেই কারণেই সবার আগে আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) নজর রাখা দরকার।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, যেহেতু মার্চের শুরু থেকেই গরম পড়তে শুরু করেছে তাই হোলির সময়েও আবহাওয়ার খুব একটা বদল হবে না। ইতিমধ্যেই, দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলায় পরিস্কার বোঝা যাচ্ছে বসন্ত উৎসবে সময় দীঘাতে বেশ ভালোই গরম অনুভূত হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও রোদ উঠলেই চড়চড়িয়ে বাড়বে গরম।
তবে, দীঘা উদ্দেশ্যে যারা যাত্রা করবেন তাদের উদ্দেশ্য জানিয়ে রাখা দরকার, দোলের দিনগুলোতে দুপুর থেকে রাত পর্যন্ত গরম অনুভূত হলেও বৃষ্টিপাতের কোন সম্ভাবনাই নেই। যেহেতু এই মুহূর্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের লক্ষণ নেই ফলে হোলির দিনগুলোতে বেশ ঝড়ঝঞ্ঝা ছাড়াই কাটবে ভ্রমণপিপাসুদের। আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, দীঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।
এদিকে, তমলুকের সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বেড়েছে। অন্যদিকে, হলদিয়ায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া, আবহাওয়ার পরিবর্তনে কাঁথি শহরের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে এবং এগরায় দিনের বেলায় চড় চড়িয়ে তাপমাত্রা বাড়লেও রাতে কমবে তাপমাত্রার পারদ। ফলে আবহাওয়ার এই হেরফেরের কারণেই নাজেহাল হবে জেলাবাসী।