বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচন পর্ব থেকেই রাজ্যের শাসক শিবিরে ভাঙন অব্যাহত৷ ছয় ছয় তৃণমূল সদস্য থেকে নেতা মন্ত্রী এবং বিধায়ক বা কাউন্সিলর সকলেই বিজেপিতে যোগ দিচ্ছেন যদিও পরবর্তী ক্ষেত্রে কেউ কেউ ফিরেও এসেছেন৷ কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা এখনও রয়েছে তবে এ বার উলট পুরাণ৷ কারণ বিজেপি শিবিরে ভাঙন ধরল৷ এমনিতেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দলীয় অন্দরে অস্বস্তি লক্ষ্য করা গেছে৷
দিলীপ মুকুল প্রতিযোগিতায় কার্যত গো হারান হেরে গিয়েছে দিলীপ৷ কিন্তু এরই মাঝে এবার মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ডাঙ্গর৷ যদিও বিজেপি ছেড়ে তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপি প্রতিযোগিতা চলছিল এ বার কংগ্রেসের পাল্লা ভারী হল৷ উপনির্বাচনের আগে বিজেপির এক বড়সড় ধাক্কা কিন্তু পুরসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে কার্যত আগুন লাগল৷
ঘাটালের দীর্ঘদিনের বিজেপি মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করে অধীরদের দলে নাম লেখালেন দিলীপবাবু৷ জানা গিয়েছে দলত্যাগ করার পর দিলীপবাবু মোদী সরকারের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন, দেশকে দিশা দেখাতে ব্যর্থ মোদী, নীতি আদর্শ ভুলে গিয়েছেন, তাই সেখানে পুরনো কর্মীদের কোনও সম্মান নেই৷
দিলীপবাবুর এই মন্তব্যের পর যথার্থই স্পষ্ট দলেই সেভাবে সম্মান পাচ্ছিলেন না তিনি আর তাই দল ছাড়লেন৷ যদিও কয়েক দিন ধরেই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠেছে৷ স্বভাবতই গেরুয়া শিবিরে জোর চাপান উতোর চলছে৷