বাংলা হান্ট ডেস্ক : এই কদিন আগেই দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণের সময় এক তৃণমূল বিধায়ক তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তার পর তোলপাড় শুরু হয়েছিল শাসক শিবিরে এমনকি বিতর্কের মুখেও পড়তে হয়েছিল সেই বিধায়ককে। সেই রেশ কাটতে না কাটতে আবারও এক নতুন বিতর্ক, একই মঞ্চে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা গেল এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসকে।
তাই একেবারেই ঠিক শুনেছেন। শুক্রবার এগরার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আর সেই অনুষ্ঠানেই উপস্থিত হতে দেখা গেছে বিধায়ক সমরেশ দাসকে। সেই ঘটনাকে ঘিরে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে রাজ্যের রাজনীতির অন্দরে। এমনিতেই বিজেপির সঙ্গে শাসক শিবিরের ঠান্ডা লড়াই চলছে তার উপরে আবার একই মঞ্চে দুটি বিপরীত শিবিরের দুই সাংসদ ও বিধায়ক।
মোটেও মেনে নিতে পারছে না শাসক শিবির আর তাই তো ঘটনার পর সমরেশ দাসকে জেলা নেতৃত্বের তরফ থেকে শোকজ করা হয়েছে। ঠিক কী কারণে তিনি মঞ্চ শেয়ার করেছেন এবং তৃণমূলের নেতা মঞ্চ শেয়ার করুক বিজেপির সঙ্গে এমনটাও চান না তাঁরা, জানিয়েছেন শিশির অধিকারী।
যদিও সমরেশ দাস এর বিজেপির সাংসদের সঙ্গে মঞ্চ শেয়ার করা ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ শুরু করেছে বিজেপি। কিন্তু বিষয়টিকে ততটাও লঘু করে দেখতে নারাজ সমরেশ দাস।যেহেতু এগরার বিধায়ক সমরেশ দাস এবং এগরার সাংসদ দিলীপ ঘোষ তাই একই মঞ্চে থাকাটা স্বাভাবিক ব্যাপার বলেই মনে করছেন তিনি।
প্রসঙ্গত, কয়েক দিন আগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ মিছিল সভায় বক্তৃতার তালিকায় তৃণমূল সাংসদের নাম রেখে এক প্রচারপত্র প্রকাশ্যে এনেছিল, তার আগে আবার সিপিএমের নাগরিকত্ব আইনের প্রতিবাদ সভায় হাজির হতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বকে। যা ঘিরেও ঘোর অশান্তি।