“বাংলায় চিটফান্ড কান্ডে কেউ ছাড় পাবে না, কালীঘাটেও আসবে সিবিআই” ঃ দিলীপ ঘোষ

 

বাংলা হান্ট ডেস্ক ঃ পাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” আইনি ব্যাপার নিয়ে বলতে চাই না। তবে সঠিক পদ্ধতি নয়। চিদম্বরম একজন প্রবীণ রাজনীতিবিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। যেভাবে তাকে গ্রেফতার করা হল সেটা হতাশাজনক ও দুঃখজনক। গণতন্ত্র, নির্বাচন কমিশন, সংবাদমাধ্যম, ও আইন- চারটি স্তম্ভের মধ্যে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র কাঁদছে। বিচারব্যবস্থা নিয়ে বলবো না।রবি ঠাকুরের কথায় বলি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ”

প্রাণঘাতী হামলার আশঙ্কায় ঠিকানা বদল করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নতুন ঠিকানায় দাঁড়িয়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ” এটা ঠিকই যে হাতটা চেন্নাই যেতে পারে, দিল্লি যেতে পারে, কালীঘাটেও যেতে পারে। সেই ভয়ে উনি আগে থেকে বলে রাখছেন যারা দুর্নীতি করে সাধারণের টাকা লুট করবে কেউ ছাড় পাবে না।

IMG 20190823 173341

দিলীপ ঘোষ সারদা-কাণ্ড উসকে বলেন, “চিটফান্ড কান্ডে বাংলাতেও কেউ ছাড় পাবে না বহু মানুষ প্রতারিত হয়েছেন এজেন্টরা এখনো পালিয়ে বেড়াচ্ছেন। দোষীদের শাস্তি হবেই।

তিনি আরও বলেন, “আমরা সিবিআইকে গালাগালি দিইনি। পালাইনি মুম্বাই হাইকোর্ট থেকে নেতারা নির্দোষ হিসেবে পেয়েছে। বিচারব্যবস্থার উপরে আস্থাথাকলে কোর্টে যাক।কোর্ট তো রায় দিয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে সবকিছু। কুযুক্তি আর চলবে না।”

সম্পর্কিত খবর