‘পিসি ভোট করাচ্ছে, আর ভাইপো বলছে ভোট এখন হওয়া উচিত নয়’, ঝাঁঝালো আক্রমণ দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই আসানসোলে পুরপ্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। আর সেই ‘চায়ে পে চর্চা’র আসর থেকেই আগুন ঝরানো ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee)।

বর্তমান সময়ে করোনার গ্রাফ একদিকে উর্দ্ধমুখী হচ্ছে, আর অন্যদিকে সামনেই রয়েছে চারপুরসভা নির্বাচন। আবার এরই মধ্যে চলছে মেলা, গঙ্গাস্নানও। কোভিড বিধি মেনে সবকিছু করার নির্দেশ দিলেও, এই বিষয়ে শাসকদলকে সর্বদাই কোণঠাসা করে চলেছে বিরোধী শিবির।

tmc vs bjp

এই বিষয়ে একদিকে মুখ্যমন্ত্রী একরকম কথা বললেও, বিধি নির্দেশিকা মেনে অনুষ্ঠানের পক্ষে থাকলেও, অন্যদিকে এই পরিস্থিতিতে সমস্ত অনুষ্ঠান জমায়েত বন্ধ রাখার পক্ষেই মত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের মতামত বলে ব্যক্তি করে তিনি বলেছিলেন, ‘আদালতে মামলা চলছে পুর নির্বাচন নিয়ে। আদালতের সেই রায়ের দিকেই তাকিয়ে আছে রাজ্য সরকার থেকে রাজ্য নির্বাচন কমিশন। তবে আমার ব্যক্তিগত মতামত, সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত’।

এবার এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘চালাকির রাজনীতি চলছে বাংলায়। পিসি বলছে ভোট করাতে, আর অন্যদিকে অভিষেকবাবু নিজের ব্যক্তিগত মত প্রকাশ করে বলছেন ভোট এখন হওয়া উচিত নয়। এরা আসলে একদিকে মানুষের মন রাখছে, আর অন্যদিকে ভোটও ধরে রাখবে। এভাবেই চাইছে, ফাঁকতালে কারচুপি করে ভোট  হয়ে যাক’।

প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি বলেন, ‘এতদিন ধরে অনেক করে বলেও ভোট করানো গেল না, খেপে খেপে ভোট হচ্ছে। করোনা আবহে রাজ্যের ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট একবারে কেন করা গেল না? বিধানসভা নির্বাচনের সময় নিজেরাই করোনা বাড়ছে বলে চিৎকার করছিল, আর এখন কেন আগে ভোট করে নেওয়া হচ্ছে না? আগে ভোট করালে, লুঠ করবে কি করে? তাই কোর্টের কানমলা খাওয়ার পরও খেপে খেপে ভোট করানো হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর