‘অমর্ত্য বাবু ভুল চিনতেন বাংলা কে’ : দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক: বাঙালি নোবেলজয়ী অমর্ত্য সেন যাদবপুর ইউনিভার্সিটি আয়োজিত একটি অনুষ্ঠানে এসে বলেন, ‘আমার মনে হয় জয় শ্রী রাম স্লোগানকে ব্যবহার করা হচ্ছে গণপিটুনি দেওয়ার জন্য।’ এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি পাল্টা দাবি রেখেছেন যে ‘জয় শ্রী রাম যাঁরা বলছেন, তাঁরাই বাংলাকে চেনেন।’

শনিবার দিলীপবাবু বলেন, ‘যে বাংলাকে উনি চিনতেন তা বদলে গিয়েছে। বাংলাকে উনি ভুল চিনতেন। এখানে পুরুষ – মহিলা নির্বিশেষে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে।’ দিলীপবাবুর আরও বরলেন, ‘এখন পশ্চিমবঙ্গে জয় শ্রী রাম বললে ধরে পেটানো হয়। এখানে দুর্গাপুজো করার অনুমতি দেয় না সরকার। আসলে বাংলাকে তাঁরাই চেনেন যাঁরা জয় শ্রী রাম বলছেন।’

মন্ত্রী পূর্ণেন্দু বসু দিলীপ ঘোষের মন্তব্যকে পালটা সমালোচনা করে বলেন,’১০০ শতাংশই ঠিক অমর্ত্য সেনের বক্তব্য। রাজনীতি করতে গেলে অন্য স্লোগান ভাবতে হবে দিলীপবাবুদের। সাইকেলে চড়ে অমর্ত্য সেন বাংলায় যতটা ঘুরেছেন, দিলীপবাবুরা ততটা চিনে তার পর মন্তব্য করুন।’

সম্পর্কিত খবর