বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ তাঁর বিশেষ কথাবার্তার জন্য যে বেশ জনপ্রিয় তা বলা বাহুল্য। একাধিক সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে করা তাঁর কড়া ভাষায় আক্রমণ উপভোগ করে রাজ্যের মানুষ। এবার একদা সতীর্থ বাবুল সুপ্রিয়কে নিয়ে দিলীপ ঘোষের করা একটি মন্তব্য-এ বেশ হৈচৈ পরে গেছে রাজ্য রাজনীতিতে। কি এমন বললেন দিলীপ বাবু?
সম্প্রতি বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে বিপুল পরিমাণ ভোটে পরাজিত হয়েছে বিজেপি দল এবং তারপর থেকে বিজেপির একাধিক নেতা নেত্রী নিজের দল ছেড়ে শাসক দলে গিয়ে যোগদান করেছে। এমনকি বিজেপি দলের হয়ে দুবার লোকসভার সাংসদ হওয়া বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন যা নিয়ে তোলপাড় হয়েছিল বাংলার রাজনীতি। এরপর তৃণমূলের একাধিক জনসভায় বাবুল সুপ্রিয়কে দেখা যায় এবং বর্তমানে বালিগঞ্জ লোকসভা উপনির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন। সম্প্রতি, বাবুল সুপ্রিয়কে একটি ফেজ টুপি পরে বক্তব্য রাখতে দেখা যায়। এই নিয়ে তাকে বহু সমালোচনার সম্মুখীন হতে হয়। সিপিএম থেকে বিজেপি সকলেই তাকে কটাক্ষ করে এবং বর্তমানে দিলীপ ঘোষের করা মন্তব্য সেই বিতর্কে এক নতুন মাত্রা দিয়েছে।
টুপি পরা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি বাবুলকে জিজ্ঞাসা করতে চাই টুপিটা পরেছেন, লুঙ্গিটা কবে পরবেন সেটাও বলে দিন। এখান থেকে বোঝা যাচ্ছে কে জোকার।” এছাড়াও দিলীপ ঘোষ বলেন যে তারা সবসময় আদর্শের পক্ষে এবং তারা কখনোই রোজ রোজ পার্টি বদল করে না। বাবুল সুপ্রিয় কে নিশানা করে তিনি বলেন, “তার শুধু মন্ত্রিত্ব চাই, গাড়ি চাই এবং সিকিউরিটি চাই। এটাই জীবনের লক্ষ্য তার।”
বাবুল সুপ্রিয় অবশ্য বালিগঞ্জ লোকসভা উপনির্বাচনে প্রার্থী হওয়ার পর খোশ মেজাজে রয়েছেন। তিনি সেখানকার মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য সেই এলাকায় বারংবার জনসভা করছেন এবং তৃণমূল দলের হয়ে বক্তব্য রাখতেও তাকে দেখা যায়।