‘যে পচা গঙ্গার ধারে থাকে, সে বুঝবে কি করে গঙ্গার গুরুত্ব’- মমতাকে আক্রমণ দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঙ্গাস্নান নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই বিষয়কে ইস্যু করে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বুধবার ভোরে ইকো পার্কে নিজের ভঙ্গিতেই তোপ দাগলেন দিলীপ ঘোষ।

সম্প্রতি দুদিনের বারাণসী সফরে গিয়ে সোমবার বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মূল আকর্ষণ কাশী বিশ্বনাথ ধাম করিডর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উৎসবের সাজে সেজে উঠেছিল গোটা মন্দির, ঘাট চত্ত্বর। একত্রিত হয়েছিলেন বহু মানুষ।

সেখানে গিয়ে লাল বস্ত্র পরিধান করে ললিতা ঘাটে নেমে পবিত্র জল সংগ্রহ করার পাশাপাশি জপ ও সূর্যপ্রণামও করেন প্রধানমন্ত্রী। আবার পূর্ব পরিকল্পনা ছাড়াই গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বেরিয়ে পড়েন বারাণসী ভ্রমণে।

সৈকতরাজ্য গোয়া থেকেই প্রধানমন্ত্রীর এই গঙ্গাস্নানকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভোট এলেই প্রধানমন্ত্রী গঙ্গায় ডুব দেন। আর ভোট শেষেই গঙ্গা অপবিত্র করে দেন। করোনা মৃতদের শেষকৃত্য না করে গঙ্গায় ভাসিয়ে দেন’।

dilip ghosh

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকেই ইস্যু করে শাসক দলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বুধবার সকালে দিলীপ ঘোষ বলেন, ‘যে পচা গঙ্গার ধারে থাকে, সে বুঝবে কি করে গঙ্গার গুরুত্ব? যে মানুষের যেমন রুচি, সে তেমনই কথা বলে। করোনাকালে প্রধানমন্ত্রী মোদীই দেশের ত্রাতা। দেশবাসীকে খাদ্য দিয়েছেন তিনি। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর কোন গুরুত্ব নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর