বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বাংলায় এসেছেন দেশ বিদেশের শিল্পপতিরা। এই সম্মেলন সফল হলেই লক্ষ্মীলাভ ঘটবে রাজ্যের। তারই আগে এবার নিউটাউনের সিলিকন ভ্যালি ঘুরে দেখলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে বাংলায় শিল্পের প্রসঙ্গ টেনে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আজ বেঙ্গল সাবমিট শুরু হচ্ছে। আমার মনে হয় সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা দরকার। দু’বছর, তিন বছর আগে এখানে চারিদিকে হোডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। দু-একটি মুখ্যমন্ত্রী হোডিং আছে। আর সব হোডিং উধাও হয়ে গিয়েছে। এখন হোগলার জঙ্গল হয়ে গিয়েছে। গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে। মানুষ ঢুকতে পারবে না। এখনও বলা হচ্ছে সিলিকন ভ্যালি হয়ে গিয়েছে। কিন্তু আদতে এক কোদাল মাটি ও কাটা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার আরও এক চিত্র।’
তিনি আরও বলেন, ‘ বছরের-পর-বছর বেঙ্গল সামিট হচ্ছে। টাকার শ্রাদ্ধ হয়েছে। মানুষ কিছু পাইনি। নতুন নাটক শুরু হয়েছে। আগের পাঁচটা বেঙ্গল সামিটের লাভ কী হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষকে একবার জানানোর দরকার আছে। আর এই ধরনের নাটক বন্ধ হওয়ার দরকার আছে। এই সরকারের মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নেই আর তার রাজ্যে কেউ শিল্প করবে? আমরা বিশ্বাস করি না। আমি এসেছিলাম তার কারণ আগে যা হয়েছে, তা কতটা পালন করেছেন, সেটা আগে দেখুন। সাধারণ মানুষ তা দেখুক। এই এই ধরনের চালাকি করে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে রসাতলের চলে যাচ্ছে।’
এদিন সিলিকন ভ্যালিতে ঘুরে দেখে ছবিও তোলেন দিলীপ ঘোষ। তাঁর এদিনের এহেন মন্তব্যে কার্যতই খানিক শোরগোল রাজ্য রাজনীতিতে। যদিও এখন বিরোধীদের কোনও কটাক্ষেই কান দিতে রাজি নয় মমতা। আপাতত বাণিজ্য সম্মেলনকেই পাখির চোখ করে রাজ্যে শিল্প আনার চেষ্টায় মুখ্যমন্ত্রী।