বাংলা হান্ট ডেস্ক: জিয়াগঞ্জ খুনের ঘটনায় মূল অভিযুক্ত উৎপল বেহরাকে গ্রেফতার সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের ফল স্বরূপ হিসেবে পুলিশ জানিয়েছে প্রতিহিংসার জেরেই এই খুন করা হয়। কিন্তু পুলিশের তদন্ত কে ‘৭ দিনের গল্প’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ”জনতার চাপে চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলছে। এটা মুখরক্ষার কৌশল।”
সম্প্রতি অবশেষে জিয়াগঞ্জ খুনের ঘটনার কিনারা করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে বেশ কিছু অমানবিক তথ্য, জানা গেছে যে টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের ছেলেকে। এই ঘটনার প্রথম দিন থেকেই বিজেপি এটিকে রাজনৈতিক খুন হিসেবে দাবি জানিয়ে আসছিল। কিন্তু পুলিশের তদন্তের ফলে সঠিক তথ্য উঠে আসায়, তা ভুল প্রমাণ হয়। এই ঘটনায় মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি পাল্টা অভিযোগ জানিয়ে বলেছেন পুলিশ নাকি তদন্ত ধামাচাপা দিতে চাইছে।
তিনি বলেন, ”আমি জানি না, এটা কতটা বিশ্বাসযোগ্য! গল্প কতটা মানুষ খাবে? ৭ দিন পর মাথা খাটিয়ে গল্প লেখা হয়েছে। এটা সত্যিই বিশ্বাসযোগ্য কি! ৪৮ হাজার টাকার জন্য পরিবারকে খুন করে দিল। এমনভাবে খুন করল লোকে জানতে পারল না। এটা মুখরক্ষার চেষ্টা। জনতার চাপে চোখে ধুলো দিচ্ছে পুলিস।”
এছাড়াও আবার রাজনৈতিক খুনের দাবি থেকে সরে এসে অন্য সুর ধরেছেন দীলিপবাবু। তিনি বলেন এই ঘটনা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক সবথেকে বড় কথা, খুন করা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঘটনার সত্যি সকলের সামনে আসা আবশ্যিক। আমি প্রথম দিনেই বলেছি, সিবিআই তদন্ত চাই। বিষয়টি জটিল করে দেওয়ার চেষ্টা হয়েছে। এরা সমাধান করবে না। সমস্যা তৈরি করবে।”
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…