‘কতদিন আর লজ্জা নিয়ে দলে থাকবেন, দল ছাড়ুন’, তথাগতকে আক্রমণ দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ দলের বর্ষীয়ান নেতৃত্ব হয়েও একাধিকবার দলীয় নেতৃত্বদের আক্রমণ করেছেন বিজেপি (bjp) নেতা তথাগত রায় (Tathagata Roy)। এমনকি দলের ভরাডুবিতেও, কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলীয় নেতৃত্বদেরকেই। কখনও রাজ্য নেতৃত্ব, তো আবার কখনও কেন্দ্রীয় নেতৃত্ব- কাউকেই ছাড়েননি এই বিজেপি নেতা।

dilip ghosh

এবার তথাগত রায়কে একহাত নিলেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তথাগত রায়কে আক্রমণ করে শনিবার বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দল যাদের বেশি দিয়েছে, তারাই উলটে দলের সবথেকে বেশি ক্ষতি করেছে। এভাবে দলে থেকে আর কতদিন লজ্জা পাবেন আপনি, দল ছেড়ে দিন’। যদিও দিলীপ ঘোষের এমন মন্তব্যের উত্তরে তথাগত রায় বলেন, ‘ওঁর বক্তব্যের কোন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কুকুরের মুখের পাশে বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়র একটি ছবি কোলাজ করে ফেসবুকে পোস্ট করেছিলেন তথাগত রায়। আর তারপর থেকেই শুরু হয় সমালোচনার বন্যা, কেউ কেউ এটাকে মজার ছলে নিলেও, কেউ কেউ বলেছেন শালীনতার মাত্রা ছাড়িয়েছেন এই বর্ষীয়ান নেতা।

তথাগত রায়ের পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, একদিকে রয়েছে পাগ প্রজাতির কুকুরের মুখ এবং অন্যদিকে রয়েছে কৈলাস বিজয়বর্গীয়র একটি হাসি মুখের ছবি। এই দুটি ছবি দিয়ে কোলাজ করে বিজেপি নেতা লিখেছেন ‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’। যা নিয়েও ওঠে সমালোচনার ঝড়।

তারপর আবার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ত্যাগ করার পর দিলীপ ঘোষের একটি পোস্ট উল্লেখ করে গেরুয়া শিবিরকে আক্রমণ করেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই’।

Smita Hari

সম্পর্কিত খবর