বাংলা হান্ট ডেস্কঃ গতবছর ডিসেম্বরের শেষ থেকে বিতর্কের শিরোনামে দেব (Dev) ও মিঠুন (Mithun Chakraborty) অভিনীত ছবি ‘প্রজাপতি’ (Projapoti)। বছর পেরিয়ে নতুন বছর চলে এলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা সুপারহিট এই ছবির। বহু বিতর্ক, জলঘোলার মাঝেই এবার অভিনেতা তথা সাংসদ দেব ও মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির (BJP) সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ পাশাপাশি এদিন দেবকে বাংলা সিনেমার ত্রাতা বলে উল্লেখ করলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক।
বিজেপির মিঠুন ও তৃণমূলের দেব অভিনীত এই ছবি নিয়ে কম দূর গড়ায়নি বিতর্কের জল। বলাই বাহুল্য, এখনও কাটেনি সেই বিতর্কের রেশ। রোজদিনই কেউ না কেউ নতুন নতুন মন্তব্য যুক্ত করে চলছে প্রজাপতি বিতর্কের তালিকায়। এবার সমস্ত বিতর্ককে পেছনে ফেলে সাংসদ দেবের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ৷ দেবকে বাংলা সিনেমার ত্রাতা বলার পাশাপাশি এদিন, মিঠুন চক্রবর্তীরও প্রশংসা করেন তিঁনি। অন্যদিকে বিজেপির দিলীপ ঘোষের মুখে দেবের এই প্রশংসা কী অন্য কোনো ইঙ্গিত বহন করছে? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
ঠিক কী বললেন দিলীপ ঘোষ? এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা বলেন, ‘গতবার দেব তো ভোটে দাঁড়াতেই চাননি। তাঁকে জোর করে দাঁড় করানো হয়েছে। নাহলে ওরা জিততে পারত না। তাঁকে আগেও আটকে দিয়েছে। ফিল্ম রিলিজ করতে দেওয়া হয়নি। আর যেহেতু মিঠুনদার সঙ্গে সিনেমা করছে, তাই বয়কট করা হয়েছে।’
শুধু তাই নয়, এরপরই দেবের প্রশংসা করে তিঁনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস এভাবে বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। খেলাধুলো সব নষ্ট হচ্ছে। দেব এখন বাংলা সিনেমার ত্রাতা। তিঁনি লড়াই করে বাংলা সিনেমাকে বাঁচানোর চেষ্টা করছেন। আর মিঠুনদা বাংলার একমাত্র সুপারস্টার। তাঁরা যদি বাংলা সিনেমাকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে ছবির ভালো হবে। রাজ্যের মানুষ এখন সিনেমা হলে যায় না। হাজার হাজার অভিনেতা, কলা- কুশলী এখন বেকার। কয়েকদিন মাফিয়ার জন্য। এটা বন্ধ হওয়া দরকার৷’ দিলীপের এই মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার