‘অনেকে কালীঘাটে প্রণাম করে, উনি ওখানে..’, শুভেন্দু-মমতা সাক্ষাৎকাণ্ডে জল্পনা উস্কালেন দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রসঙ্গে ফের একবার বিস্ফোরক বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি এবার তাঁর নজরে মমতা-শুভেন্দু পারস্পরিক রসায়ন। এমনকি, মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রণাম করার প্রসঙ্গে উক্ত ঘটনাকে ‘ব্যক্তিগত ম্যাটার’ বলে জল্পনা উস্কেছেন বিজেপি নেতা।

উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বিধানসভায় তাঁর কক্ষে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘটনাটিকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে নমস্কার করার পাশাপাশি উক্ত সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলেই দাবি করেন দুজনে।

এই ঘটনাটিকে বিবরণ করতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, “ওনাদের মধ্যে পুরনো সম্পর্ক রয়েছে। কালীঘাটে গিয়ে অনেকে প্রণাম করে। উনি ওখানে করেছেন। এটা ব্যক্তিগত ম্যাটার। বিধানসভা সৌজন্যতা দেখানোর জায়গা, আমিও বিরোধী দলগুলোর সঙ্গে সৌজন্যতা বজায় রেখেছি।”

যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, “মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, সবাই মিলে দিল্লিতে গিয়ে টাকা নিয়ে আসব। এতে আমার আপত্তি রয়েছে। সবাই টাকা আনব আর উনি মৌজ মস্তি করবেন, এটা অনুচিত।”

পাশাপাশি দিলীপবাবু বলেন, “যা হচ্ছে, সব ওনার (মমতা ব্যানার্জী) ইচ্ছায়। ওনার ইচ্ছে ছাড়া এই রাজ্যে গাছের পাতা নড়ে না। সাংসদ এবং মন্ত্রীরা প্রস্রাব, পায়খানা পর্যন্ত করতে পারেন না ইচ্ছে ছাড়া। বর্তমানে যা হয়ে চলেছে, তা ওনার অজান্তে, এই কথা হজম করা মুশকিল।”

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে বর্তমানে তৃণমূল নেতাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করা হয়ে চলেছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার পূর্বে এই ঘটনাটি যথেষ্ট প্রাসঙ্গিক।

Mamata dilip

সেই বিষয়ে এদিন দিলীপ বলেন, “বাংলায় প্রতিটি জায়গায় অনুব্রত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে ওর যা দুর্দশা হয়েছে, তা দেখে কেউ আর অনুব্রত হতে চাইছে না। অনেকে বলেছিল, খাঁচা থেকে বাঘ বেরোবে। সেটা বেরোতে বেরোতে বাঘের সব দাঁত পড়ে যাবে। আসলে ওরা ডন তৈরি করার রাজনীতি করে চলে। যারা কাটমানি এবং সিন্ডিকেট তুলে দেবে দলকে। অনুব্রত গ্রেফতারের পর ওই জন্য নতুন অনুব্রত তৈরির প্রয়াস করা হয়ে চলেছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর