বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য বিপুল শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ২০১১ সালের লোকসভা নির্বাচনে বিজেপি খাতা না খুলতে পারলেও ২০১৯ এর লোকসভা নির্বাচনে ৪২ টির মধ্যে ১৮ টি আসন পেয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি।
দুর্গাপুরে দুদিন বিজেপির চিন্তন বৈঠকের আয়োজন করা হয়। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবিরের পরিকল্পনা নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয়। বিজেপির নবনির্বাচিত সাংসদরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিব প্রকাশ ও মুকুল রায়ের মতো ব্যক্তিত্বরা।
দুর্গাপুরের চিন্তন বৈঠকের শেষে বিধানসভা নির্বাচনে ২০০ আসনের দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তার কথায়, “রাজ্যের ২৮৪ টির মধ্যে ২০০ টি আসনে আমরা এগিয়ে।” যদিও নির্বাচনে এখনো ঢের সময় আছে, সে কারণে কোন রাজনৈতিক দল কতটা ভালো ফল করবে তা স্পষ্ট করে বলা না গেলেও ২০১৯ এর লোকসভার ফলের নিরিখে ১২৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।