‘সৌরভকে ধরে উপরে ওঠার চেষ্টা তৃণমূলের’, মহারাজ-ইস্যুতে TMC-কে তোপ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে পুনরায় একবার আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলার বুকে একের পর এক দুর্নীতি ইস্যু সহ অন্যান্য একাধিক বিষয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ। একইসঙ্গে এদিন দিলীপবাবুর গলায় উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ইস্যু। এই প্রসঙ্গে তাঁর দাবি, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে ওঠার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।”

সাম্প্রতিক সময়ে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে গরু এবং কয়লা পাচার মামলায় কোণঠাসা তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিক এবং তৃণমূল নেতা মন্ত্রীরা হেফাজতে। এর মাঝেই গতকাল ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এদিন এই সকল ইস্যুতে মন্তব্য প্রকাশ করেন দিলীপ ঘোষ। একইসঙ্গে সৌরভ ইস্যুতেও তৃণমূল সরকারকে চরম কটাক্ষ করলেন তিনি।

প্রসঙ্গত, অতীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে নিযুক্ত হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, ‘মহারাজা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এর মাঝেই বিতর্ক আরো বাড়িয়ে তুলে সম্প্রতি প্রেসিডেন্টের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে সৌরভকে। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এক্ষেত্রে বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

সেই প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গে সৌরভের থেকে শাহরুখ খান বড় ক্রিকেটার। মহারাজার জন্য কবে কি করেছে তৃণমূল কংগ্রেস? আজকে পদ থেকে সরানোর কারণে কান্নাকাটি করে চলেছে। আসলে দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে শাসকদল। কে আগে জেলে যাবে, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই কারণেই ওরা এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে উপরে উঠতে চাইছে।”

একইসঙ্গে এদিন মানিক ভট্টাচার্য ইস্যুতে বিজেপি সাংসদ বলেন, “তালিকা অনেক বড়। অনেক চিঠি রয়েছে। যত জিজ্ঞাসাবাদ পর্ব অগ্রসর হবে, তত অনেক সত্য সামনে আসবে। বহু রাঘব বোয়ালদের নাম সামনে আসতে চলেছে।”

Untitled design 2022 08 26T152612.009

প্রসঙ্গত, এসএসসি মামলায় সম্প্রতি গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে সরগরম বাংলা। সেই প্রসঙ্গে দিলীপবাবুর দাবি, “মানুষের কাছে টাকা নেই, অথচ রাস্তায় টাকা পাওয়া যাচ্ছে। পার্থবাবুর কাছেই শুধু নয়, তাঁর বান্ধবীর কাছ থেকেও কোটি কোটি টাকা মিলে চলেছে। ভবিষ্যতে আরও একাধিক সত্য সামনে আসবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর