বাংলা হান্ট ডেস্ক : বাঙালির শ্রেষ্ঠ উতসব দুর্গাপুজোকে হাতিয়ার করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে৷ প্রথম থেকেই রাজ্যের শাসক শিবির অর্থাত্ তৃণমূলের কলকাতার দুর্গাপুজোর উপর একটা আলাদা অধিকার রয়েছে কিন্তু এ বছর লোকসভা নির্বাচনে বিজেপির জয়জয়কারের পর বিজেপি ও দুর্গাপুজোকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে শাসন প্রতিষ্ঠা করতে চাইছে৷
মহালয়ার আগের দিন থেকেই দুর্গাপুজো উদ্বোধনে ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তার থেকে কিছুটা কম হলেও পিছিয়ে নেই কিন্তু বিজেপি ও৷ 2 অক্টোবর অর্থাত্ দুর্গাপুজোর চতুর্থীর দিন একই দিনে ভারতে পুজো উদ্বোধন করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শ্যামনগরের পল্লি পুজো থেকে সেন্ট্রাল ক্যালক্যাটা ক্লাব এন্টালি সুভাষ পল্লির পর নও জওয়ান সঙ্ঘের পুজো উদ্বোধন করবেন দিলীপ ঘোষ৷
তবে বড় পুজো ছাড়াও অনেক ছোট পুজোও উদ্বোধন করবেন একাধিক বিজেপি নেতৃত্বরা৷ ইতিমধ্যেই সল্টলেকের বি জে ব্লকের পুজো উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সরকারের রদবদলের পর পরিবর্তনের হাওয়া বইছে গোটা বঙ্গে৷ তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কলকাতার পুজোয় সেজে উঠেছে একেবারে অন্য ভাবে৷
তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা কলকাতার বিভিন্ন বড় বড় পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন৷ সেই সমস্ত ক্লাব এবং বারোয়ারি পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পেয়েছেন৷ কিন্তু ছোট পুজোতে দিলীপ ঘোষ ডাক পেলেও প্রতিযোগিতায় কিছুতেই কম নয় গেরুয়া বাহিনী৷