ফর্মে দিলীপ ঘোষ! এরই মধ্যে আচমকা সৌরভের সাথে সাক্ষাৎ BJP নেতার, কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক দিন ধরে রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে এক স্থানীয় মহিলার উদ্দেশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করা থেকে শুরু করে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আবার শিরোনামে উঠে এসেছেন এই দাপুটে বিজেপি নেতা। তাঁর মেজাজের ঝাঁঝেই যেন আরও একবার সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মহল।

বিতর্কের মাঝেই সৌরভের সাথে সাক্ষাৎ দিলীপ ঘোষের (Dilip Ghosh)

গোটা রাজ্য যখন তাঁর করা ‘সাহসী’ মন্তব্যে তোলপাড় ঠিক তখনই সমস্ত জল্পনাকে সরিয়ে রেখে একেবারে খোশ মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গতকাল ইডেন গার্ডেনে বাংলার ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইল থেকে সেই ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে দিলীপ ঘোষ লিখেছেন, ‘গতকাল ইডেন গার্ডেনে ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ফুটবল-প্রেমী বাঙালিকে ক্রিকেটের সঙ্গে বন্ধুত্ব করিয়ে, ভারতকে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসানোয় তার অবদান অনস্বীকার্য।’

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা। এরইমাঝে প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে যখন জল্পনা তুঙ্গে ঠিক তখনই হঠাৎ কেন সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করলেন তিনি। এই সাক্ষাৎ আসলে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে প্রশ্ন উঠছে সেই ব্যাপারেও।

আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির নগদকাণ্ডে বড় পদক্ষেপ! সামনে আসবে ‘বেহিসেবি টাকা’র উৎস?

প্রসঙ্গত, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রস্তুতি যখন তুঙ্গে তখনই একেবারে স্বমহিমায় চেনা মেজাজে ধরা দিয়েছেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে দিলীপের দুর্দান্ত কামব্যাক ঘিরে রাজনৈতিক মহলে অল্পবিস্তর কানাঘুঁষোও ভেসে আসছে খড়কুটোর মতো। এরই মাঝে নতুন করে চৰ্চা।

প্রসঙ্গত ফেসবুকে অপর একটি পোস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহের সাথে ছবি শেয়ার করে নিয়ে দিলীপ ঘোষ লিখেছেন, ‘আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখতে উপস্থিত ছিলাম । উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল। দুটি শক্তিশালী দলের ম্যাচ জমে উঠেছে। ক্রিকেট পাগল দর্শকে ভরা গ্যালারি। আশা করি আগামীদিনেও দুর্দান্ত জমে উঠবে আইপিএল।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর