Ekchokho.com 🇮🇳

দলবদলের জল্পনার মাঝেই শমীক-সাক্ষাৎ দিলীপের, বেরিয়ে বললেন, ‘দাম আছে আর থাকবে’

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : তাঁকে নিয়ে বিতর্ক, জল্পনার অন্ত নেই রাজ্য রাজনীতিতে। এমনকি সম্প্রতি জল্পনা এতই বেড়েছিল যে গুঞ্জন ছড়িয়েছিল, একুশে জুলাইয়ের মঞ্চে তিনি তৃণমূলে যোগ দেবেন। তবে দলবদলের জল্পনার মাঝেই হঠাৎ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে কার্যত খেলা ঘুরিয়ে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৈঠক সেরে বেরিয়ে বললেন, ‘দাম আছে আর থাকবে’।

শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের (Dilip Ghosh)

মঙ্গলবার বঙ্গ বিজেপির নবনির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর তারপরেই নিন্দুকদের কটাক্ষ শানিয়ে বলেন, মার্কেটে যার দাম থাকে তাকে নিয়েই জল্পনা হয়। যাদের দাম নেই, তাদের কে কিনবে? তারা রাস্তায় পড়ে থাকে।

Dilip ghosh met with shamik bhattacharya

নতুন সভাপতির ভূয়সী প্রশংসা: নিন্দুকদের একহাত নিয়ে তিনি কটাক্ষ করেন, ‘দিলীপ ঘোষের দাম আছে আর থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়’। একই সঙ্গে নতুন সভাপতি শমীক ভট্টাচার্যকে বাহবা দিয়ে তিনি (Dilip Ghosh) বলেন, ‘যখন দলে যোগ দিয়েছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় নিয়ে এসেছে’। বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, দলের পুরনো কর্মীরা তাঁর সঙ্গে রয়েছেন সেকথা তিনি জানিয়েছেন। পাশাপাশি নিজের জেলা মেদিনীপুরেও তাঁকে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : SSC আবহেই আরাম-আয়েশের দিন ঘুচবে প্রাথমিক শিক্ষকদের! ‘থ্রি টিচার পলিসি’ চালু প্রশাসনের

জল্পনায় ইতি টানলেন দিলীপ ঘোষ: সভাপতিত্ব গ্রহণের মঞ্চ থেকেই শমীক ভট্টাচার্য বলেছিলেন, দলের নতুন পুরাতন দুই পক্ষকেই তিনি সঙ্গে নিয়ে চলবেন। আর এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, আবেগ দিয়ে পার্টিটাকে দাঁড় করিয়েছেন তাঁরা। ১৫০ জনেরও বেশি কর্মী প্রাণ দিয়েছেন। সেই আবেগের আগুন নিবে যেতে দেবেন না।

আরো পড়ুন : ব্ল্যাকবক্স উদ্ধারের পরেই শুরু তদন্ত, অবশেষে এল প্রাথমিক রিপোর্ট! কোন তথ্য উঠে এল আহমেদাবাদ দুর্ঘটনায়?

এর আগে বিভিন্ন দলীয় কর্মসূচি, সভায় ডাক না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে এদিন সবটা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, পার্টিতে ভেদাভেদ বলে কিছু ছিল না। যেহেতু তিনি রাজ্য বিজেপির কোনও পদে নেই, তাই তাঁকে যে সব জায়গায় ডাকতে হবে এমনও কোনো মানেই নেই। তিনি জেলা স্তরে সংগঠনের কাজ করছেন।