বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) ডাকা সর্বদল বৈঠককে ‘দিদিমণির পাঠশালা’ বলে আকক্রন করলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির পক্ষ থেকে এদিনের বৈঠকে যোগ দেবেন দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা, জয়প্রকাশ মজুমদার। বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষের সুরে বলতে শোনা যায়, “দিদিমণির পাঠশালা দেখতে যাচ্ছি। পার্লামেন্টেও গিয়েছিলাম। বিধানসভাতেও গিয়েছি। এটা আর নতূন কী? দিদিমণির পাঠশালায় ডেকেছে, যাবও।”
সূত্রের খবর, বুধবারের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর ফোন যায় দিলীপের কাছে। কিন্তু প্রথম তিনি জানান, বুধবার দলীয় কর্মসূচিতে মেদিনীপুরে যাওয়ার কথা তাঁর। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওসব পরে হবে, বৈঠকে আসবেন।’
তারপরই নিজের কর্মসূচি বাতিল করে বৈঠকে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন দিলীপ ঘোষ। সর্বদল বৈঠকে বিজেপি কী কী ইস্যু নিয়ে সরব হবে, সেকথাও জানান দিলীপ ঘোষ। বলেন, “নানারকম দুর্নীতি হয়েছে। তৃণমূলের আত্মীয়া টাকা পেয়েছেন। আমরা বিডিও অফিস থেকে তালিকা জোগাড় করার চেষ্টা করেছি সব। আমাদের কর্মীরা ত্রাণ দিতে গিয়ে বার বার আক্রান্ত হচ্ছে। সেইসব নিয়ে বলব।”