শুক্রবার দুর্গাপুরে মোদীর জনসভা, মঞ্চে আমন্ত্রণ নেই, ‘এখনো সময় আছে’ বললেন দিলীপ

Published on:

Published on:

Dilip Ghosh off Modi stage

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৮ জুলাইয়ের দুর্গাপুর জনসভা ঘিরে আবারও আলোচনায় বিজেপির অন্দরমহলের সম্পর্ক। এই সভায় উপস্থিত থাকলেও মঞ্চে জায়গা পাচ্ছেন না দলীয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিকদের সামনে সেই কথাই জানিয়েছেন তিনি নিজেই।

মঞ্চে নয়, দর্শকাসনে দিলীপ? (Dilip Ghosh)

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এখনও পর্যন্ত মঞ্চে ওঠার কোনও আমন্ত্রণ পাইনি। তবে প্রধানমন্ত্রী যা বলবেন, তা তো শোনা উচিত। হয়তো দর্শকাসনে বসেই শুনব।” তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্য রাজনীতিতে দলীয় অবস্থানে কি আরও পিছিয়ে পড়ছেন দিলীপ?

তবে এই প্রথম নয়। দিলীপ ঘোষ (Dilip Ghosh) এর আগেও একাধিক দলীয় সভায় মঞ্চে আমন্ত্রণ না পাওয়ার অভিজ্ঞতা হয়েছে। যেমন, কলকাতার নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভা কিংবা দিল্লিতে দলের বৈঠকে চেয়ার না পাওয়ার প্রসঙ্গে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি।

‘দলের হয়ে’ সভায় থাকবেন বলেই জানালেন

তবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন দলীয় কর্মী ও সমর্থকদের অনুরোধেই। অন্যদিকে, রাজ্য বিজেপির তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Dilip Ghosh off Modi stage

আরও পড়ুনঃ সনাতনীদের সঙ্গে এমন আচরণ? বীরভূমে দিনভর আটকে রাখা হল উত্তর প্রদেশের শিব ভক্তদের গাড়ি, দেওয়া হয়নি জলটুকুও

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, দিলীপ ঘোষের (Dilip Ghosh) মঞ্চে জায়গা না পাওয়া এবং তাঁর সাম্প্রতিক মন্তব্য বঙ্গ বিজেপির অন্দরেই কিছু অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে।