বাংলা হান্ট ডেস্কঃ গত বুধবার থেকে উত্তপ্ত মালদার মোথাবাড়ি (Mothabari Incident)। অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানউতর। উত্তপ্ত পরিস্থিতিতে ইদ এবং রামনবমী এই দুই ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে আগাম সতর্কতা জারি করেছে পুলিশ। এই নিয়ে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিদের প্রশ্নে পদ্ম নেতা বলেন, “উত্তেজনা তৈরি হয়ে গেছে। সেটা হিন্দুরা তৈরি করছে না। মালদা,মুর্শিদাবাদে হচ্ছে। মেদিনীপুর টাউনে শুরু হয়েছে। হিন্দুদের ভয় দেখিয়ে ভয়ের একটা পরিবেশ তৈরির চেষ্টা চলছে।”
গর্জে উঠলেন দিলীপ- Dilip Ghosh
দিলীপ বলেন, “শোভা যাত্রায় আক্রমণ হয়। এবার আগে থেকে তৃণমূল এটা করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত হতে না পারে। ভোট দিতে না বেরোয়। তাহলে ওদের ভোট বাড়বে। সরকরের এটা দেখা উচিত। নইলে এরপর উত্তেজনা বাড়বে।” পরিস্থিতিও হাতের নাগালের বাইরে চলে যাবে বলে সতর্ক করলেন দিলীপ। উল্লেখ্য, এবছর রামনবমীতে এক কোটি হিন্দুকে মাঠে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে দুই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে ইতিমধ্যে ময়দানে নেমেছে প্রশাসন। শনিবার সাংবাদিক সম্মেলন করে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়ে দেন যে কোন ধরণের অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন।
অশান্তির আবহে আজই মোথাবাড়িতে যাচ্ছেন বিজেপি সাংসদ সুকান্ত মুজমদার। এই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুকান্ত বাবু গেছেন আমিও যাব। যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে তাদের উপর অত্যাচার করা হবে কেন? এটা বাংলাদেশ না পাকিস্তান? এখানে এরকম শুরু হয়েছে। তার জন্যে যা করার দরকার আমরা করব। ডিএম অফিস ঘেরাও করব। নবান্ন ঘেরাও করব”।
আরও পড়ুন: রাজ্য জুড়ে হিন্দুদের লাগাতার আক্রমণ! ‘প্রমাণ’ সহ আরও দুই গ্রামের চিত্র দেখালেন অমিত মালব্য, ভয়ঙ্কর!
প্রসঙ্গত, গত বুধবার থেকে শুক্রবার, তিন দিন ধরে রাজ্যের হটস্পট মালদার মোথাবাড়ি। অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় মোথাবাড়ি। গোটা ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯টি মামলা রুজু করা হয়েছে।