৪০ বছরের যুবরাজ, জীবনে গ্রাম দেখবেন প্রথমবার! অভিষেকের ‘সংযোগ-যাত্রা’কে তুমুল খোঁচা দিলীপের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)! অন্যদিকে, নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে ভোটের আগে জনসংযোগ গড়ে তুলতে মরিয়া তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এবার আসন্ন পঞ্চায়েতকে পাখির চোখ করে নয়া কর্মসূচী ‘সংযোগ যাত্রা’ নিয়ে হাজির হয়েছেন তারা। রাজ্যবাসীর সঙ্গে জনসংযোগ গড়তে আগামী দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরবেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পৌঁছে যাবেন সাধারণ মানুষের দুয়ারে, প্রত্যন্ত গ্রামে। এই নিয়েই এবার সমালোচনায় সরব বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত ভোটের মুখে তার অভিনব কর্মসূচী নিয়ে জোর কটাক্ষ করেন দিলীপ ঘোষ। খোঁচা মেরে বলেন, “৪০ বছর বয়সে যুবরাজ জীবনে প্রথমবার গ্রামে যাবেন। অথচ উনি গ্রামেরই প্রতিনিধি। রাহুল গান্ধী ৫০ বছরে প্রথমবার গিয়েছেন আর যুবরাজ একটু আগে শুরু করছেন।”

বঙ্গ বিজেপির অন্যতম এই সৈনিকের সংযোজন, “দুয়ারে সরকারে কর্মচারী নেই। লক্ষ্মীর ভাণ্ডারে আর দেওয়ার মতো টাকা নেই। দিদির দূত সব ভগ্নদূত হয়ে গিয়েছে। লোকে গাছে বেঁধে আটকে রাখছে গ্রামে গ্রামে। এই কর্মসূচির ফলাফল কী? চেষ্টা করছে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখতে।”

dilip ghosh

এখানেই থেমে যাননি দিলীপবাবু। অভিষেকের পাশাপাশি এরপর সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বলেন, ‘২০২১ সালে বাংলায় এসে ওরা বলেছিল, আব কি বার ২০০ পার। এবার তো লোকসভা নির্বাচনেই ২০০ পার করতে পারবে না।’ মমতার এই মন্তব্যের পাল্টা দিলীপবাবুর কটাক্ষ, “কার শাপে যেন গরু মরে না?”

তিনি আরও বলেন, “২০১৯-এও বলেছিলেন বিজেপি ফুস। ওরা না কি ৪২এ ৪২ পাবে। পরিণাম কী হল? ওর এক ডজন সিট কমে গেল। যাদের উনি কলকাতায় সভা করতে নিয়ে এসেছিলেন, তাদের অনেকেই পার্লামেন্ট পর্যন্ত পৌঁছতে পারেনি। সবাই জেনে গিয়েছে ব্যাপারটা। তাই মমতাকে আর কেউ ডাকে না। কারণ ওর দৃষ্টি পড়লেই সর্বনাশ।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X