‘জমি চোর, চোরে-চোরে মাসতুতো ভাই’! একজোটে TMC ও অর্মত্য সেনকে ‘চোর’ কটাক্ষ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ কখনও নিজের মন্তব্য কখনও বা ‘জমি জবরদখল’ সংক্রান্ত বিষয়, বিগত কিছুদিন ধরে লাগাতার খবরের শিরোনামে উঠে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন (Amartya Sen)। কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছেনা তাঁর। এরই মধ্যে এবার নোবেলজয়ীকে ‘জমি চোর’ বলে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির (BJP) অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ,” নোবেলজয়ী অর্থনীতিবিদ বিশ্বভারতীয় জমি দখল করে রেখেছেন। উপরন্তু বিশ্বভারতীয় উপাচার্যকে চোখ রাঙাচ্ছেন।”

অন্যদিকে, জমি বিতর্কে নোবেলজয়ীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কটাক্ষ, “চোরে চোরে মাসতুতো ভাই।” তবে দিলীপবাবুর এই মন্তব্যর পর মোটেও চুপচাপ বসে থাকেনি ঘাসফুল শিবির। পাল্টা দিলীপ ঘোষকে আক্রমণ করে তৃণমূলের দাবি, রাজনীতিতে ভেসে থাকার জন্যই এসব করছেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে নোবেলজয়ীকে চলতি সপ্তাহে ফের চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দাবি, বিশ্ববিদ্যালয়ের জমি জবরদখল করে রেখেছেন অর্মত্য সেন। আর এই নিয়েই সরগরম বঙ্গের রাজনৈতিক মহল। একদিকে নোবেলজয়ীর পাশে যেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে অর্থনীতিবিদের নিন্দায় সরব বিরোধী বিজেপি শিবির। সেই নিয়েই শুরু রাজনৈতিক তরজা।

dilip amartya sen

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, “দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মোদি হটাও দেশ বাঁচাও যাঁরা বলেছিলেন, তাঁরাই এখন সরে গিয়েছেন। এখন অমর্ত্য সেনের সার্টিফিকেট নিতে হচ্ছে। যে লোকটাকে কেউ মানেই না। কেউ পোঁচেও না।” পাশাপাশি নোবেলজয়ীর পাশে তৃণমূলের দাঁড়ানো নিয়ে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, চোরে চোরে মাসতুতো ভাই। সব জমি চোররা এক হয়ে গিয়েছে। নিজে জমি দখল করে রয়েছেন, আর চোখ রাঙাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্যকে? ”

অন্যদিকে দিলীপের মন্তব্যে পাল্টা সরব তৃণমূলের ডাক্তার সাংসদ শান্তনু ঘোষ। তাঁর মন্তব্য, “রোজ সকালে বিতর্কিত মন্তব্য করে নিজের দলে, রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষ। এদিনও তাই করেছেন তিনি। অমর্ত্য সেনকে যারা মুছে ফেলার চেষ্টা করবেন তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে যাবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর