‘নিজের শিকড়কে ভুলো না’, অনূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপ ফাইনালের আগে শেফালীদের পরামর্শ নীরজের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (U-19 Women’s T20 World Cup) ফাইনাল। গোটা টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছেছে শেফালী ভার্মার (Shefali Varma) নেতৃত্বাধীন ভারত (Indian U-19 Women’s Team)। এই দলে রয়েছেন রিচা ঘোষ, তিতাস সাঁধুর মতো বঙ্গ সন্তানরাও। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। গোটা টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। কিন্তু যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা হেরেছিল সুপার সিক্সের প্রথম ম্যাচে সেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

আজ ফাইনালে শেফালী ভার্মাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যেভাবে অল্প রানের পুজি সঙ্গী করেও অস্ট্রেলিয়ার মতো দলকে তারা হারিয়েছে, তা দেখে গোটা বিশ্ব চমকিত। ফাইনালে ভারতের লড়াইটা একেবারেই সহজ হবে না। শ্বেতা শেরাওয়াত, গঙ্গাদি তিসাদের সামনে তাই কড়া চ্যালেঞ্জ। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৫ টা বেজে ১৫ মিনিটে এই ম্যাচ আরম্ভ হবে। তার আগে তাদের মনোবল বাড়াতে ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম, তারকা জ‍্যাভেলীন থ্রোয়ার নীরজ চোপড়াকে (Neeraj Chopra) দলের সামনে উপস্থিত করেছিল বিসিসিআই (BCCI)।

নীরজ বেশ কিছুক্ষণ সময় এই তরুণী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, “কোনও চাপ মাথায় না নিয়ে মাঠে নাম এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করো। প্রথম থেকেই চাপ মাথায় থাকলে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার সময় একবারও অন্য কোনও কথা কেউ ভাববে না। যতটা বেশি পরিশ্রম করা সম্ভব, ততটাই করবে।”

এরপর তিনি আরও বলেন, “আমাদের দেশ অনেক বড়। সেখানে তোমাদের মত অনেক বাচ্চা রয়েছে। কিন্তু তাদের মধ্য থেকেও শুধুমাত্র তোমরাই আজ এই জায়গায় পৌঁছেছো। এই বিশেষ মুহূর্তে দেশকে বা নিজের প্রিয়জনদের গর্বিত করার সুযোগ হাতছাড়া করা কখনোই উচিত নয়। দেশের পতাকা যেন উড়তে থাকে সবার উপরে। আর সেই সঙ্গে আমি পরামর্শ দেব কখনো নিজেদের শিকড়কে যেন তোমরা ভুলে যেও না।”

এরপর নীরজের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় দলের জার্সি। সেই জার্সি গায়ে চাপিয়ে তরুণীদের সঙ্গে ছবিও তোলেন তারকা ক্রীড়াবিদ। অনেকে তাকে অনুরোধ করলে তিনি মজা করে জানান যে তিনি অবশ্যই ভবিষ্যতে ক্রিকেট খেলার চেষ্টা করবেন বিশেষত যেভাবে তিনি জ্যাকলিন থ্রো করেন সেভাবেই বোলিং করার চেষ্টা করবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর