‘গোটা বাংলার মানুষ মমতার উৎপাতের শিকার’, মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র চার দিনের অপেক্ষা; তারপরেই দেবীর বোধনের মাধ্যমে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’ (Durga Puja)। অথচ এই উৎসবকে কেন্দ্র করেও বাদ যাচ্ছে না রাজনৈতিক বিতর্ক আর এবার সেই বিতর্ক আরো উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উল্লেখ্য, এ বছর ‘দুর্গাপুজো’-কে ইউনেস্কোর তরফ থেকে বিশেষ হেরিটেজ সম্মান প্রদান করা হয়। একইসঙ্গে এ বছর মহালয়ার কয়েক দিন আগে থেকেই কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। পিতৃপক্ষের সময় কিভাবে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করলেন, তা নিয়ে তাঁকে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী দলগুলি। এদিন এ সকল প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, “এসবের পেছনে সবকিছু কুক্তিগত করার মানসিকতা রয়েছে। প্রশাসন কিংবা প্রশাসনের ক্ষমতা বলে কিছু নেই। গোটা বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উৎপাতের শিকার। গোটা রাজ্যকে কুক্ষিগত করার চেষ্টা করে চলেছে।”

অতীতেও দুর্গাপুজো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, “উনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে, টাকা দেব বলে তাঁর ছবি মণ্ডপে রাখতেই হবে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন। পিতৃপক্ষ থেকেই উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। চণ্ডীপাঠ থেকে সব কাজ উল্টো করছেন। দুর্গাপূজার পবিত্রতা নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

একইসঙ্গে এদিন মদন মিত্রকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, “বর্তমানে রাজ্যে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি চলছে তৃণমূল কংগ্রেস দ্বারা, তারই বিকৃত রূপ হলেন মদন মিত্ররা।”

Untitled design 2022 08 26T152612.009

উল্লেখ্য, মহালয়ার দিন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে তর্পণ সারেন মদন মিত্র। তাঁর এই কর্মকাণ্ডকে ঘিরে ইতিমধ্যে সমালোচনায় নেমেছে বিজেপি। একইসঙ্গে মদনের এহেন কর্মকাণ্ডের সমালোচনা করে ক্ষোভ উগড়ে দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, “দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মত পার্থক্য রয়েছে। তবে যারা জীবিত, তাদের তর্পণ কখনোই হয় না। তৃণমূল কংগ্রেস এইসব ছ্যাবলামো পছন্দ করে না।”


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর