বাংলা হান্ট ডেস্কঃ ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখার লড়াইয়ে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্র থেকে হারানোর প্রচেষ্টায় থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে হারানো প্রায় যে অসম্ভব, সেটা গেরুয়া শিবিরের দেওয়ালে কান রাখলেই শোনা যাচ্ছে।
কিন্তু ফলাফল জাই হোক, কংগ্রেসের মতো আত্মসমর্পণ করতে রাজি নয় বিজেপি। বরঞ্চ তাঁরা মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দেওয়া জন্য কোমর বেঁধে নামছে। আর সেই সূত্রেই শিক্ষক দিবসের দিনে বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রীর দিকে। তিনি বলেন, আপনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, দল আমাকে ভবানীপুর থেকে টিকিট দিলে কী হবে?
এবার শুভেন্দু অধিকারীর সেই বয়ানের পরিপেক্ষিতে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি পরিষ্কার বলেন দেন যে, শুভেন্দু একবার দাঁড়িয়েছেন আর জিতেছেন। আর কতবার লড়বে? এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যকেউ হারাবে। একই লোক বারবার হারাতে যাবে কেন।
দিলীপ ঘোষের এই মন্তব্যে এটা স্পষ্ট যে, বিজেপি অন্তত শুভেন্দু অধিকারীকে উপ নির্বাচনে লড়াতে চায়না। ওনার বদলে অন্য কাউকে ভবানীপুর আসন থেকে প্রার্থী করা হবে। তবে কে হবে সেই প্রার্থী সেই নিয়েও নানান জল্পনা রয়েছে।
কদিন আগে বিজেপির নেতা তথা টলিউডের অভিনেতা রুদ্রনীল ঘোষ আবারও ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করা ইচ্ছে প্রকাশ করেছিলেন। আবার এও শোনা যাচ্ছে যে, অনির্বাণ গঙ্গোপাধ্যায় বা তথাগত রায়কে বিজেপি প্রার্থী করতে পারে। তবে এইসব নাম এখনও জল্পনার মধ্যেই পড়ছে। বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে, সেটা সময়ই বলে দেবে।