“কোনও দিন কারোর কোনও কন্ডিশন মানিনি, আর কোনদিন মানবও না”: দিলীপ ঘোষ

 

কমল দত্ত,নদিয়াঃ নদিয়ার কৃষ্ণনগরে এক সভায় এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন। আমার নামে ২২ টা মামলা আছে, আমি যেখানে যাই সেখানে ১৪৪ ধারা জারি করে দেয়।আমি বেড়োলেই আমার নামে কেস দিয়ে দেওয়া হয়।আজকে পশ্চিম বাংলার পুলিশ এবং টি এম সি ক্যাডারের মধ্যে পার্থক্য নেই।পার্টি জা বলছে সেটা করছে।যেকোন ভাবে বিজেপিকে আটকাতে হবে।পুলিশের ব্যবহারটা পুলিশের মত হওয়া উচিত তারা জেন ক্যাডার না হয়।প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপিকে দিকে দিকে আটকার চেস্টা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন শোভন বৈশাখী কেউই দল ছাড়ছেন না।এখানে আসার আগে তিনি অর্জুন সিংহকে দেখে এসেছেন।কোনও দিন কারোর কোনও কন্ডিশন মানেনি, আর কোনদিন মানবও না।

 

দেবশ্রী রায় কে দলে নেওয়া প্রসঙ্গে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলে ন, সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার কৃষ্ণনগরে বিজেপির চা চক্র কর্মসূচিতে এসে দিলীপ ঘোষ আরও বলেন, কারওর হিম্মত নেই যে দিলীপ ঘোষের দিকে আঙ্গুল তোলে। দলে কাকে নেব আর কাকে নেবনা তা ঠিক করার অধিকার আমার আছে। শোভন -বৈশাখী কে নিয়ে মুকুলের বৈঠক অনেকটাই সফল। দলে অনেকটাই মানিয়ে নিয়েছে।  সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু একটি উপমা দিয়ে বলেন, বিয়ের পর শ্বশুর বাড়ীতে এসে নতুন বউয়ের একটু মানিয়ে নিতে অসুবিধা হয়। এক্ষেত্রেও তাই ধরে নিন আপনারা।

IMG 20190903 195710

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বিষয়ে দিলীপ বাবু জানান, এক্ষেত্রে রাজ্য সরকারেরও দায়িত্ব আছে। যতই কেন্দ্রের প্রকল্প হোক না কেন। যে কোনও বিপর্যয়ে রাজনীতির রঙ দেখা উচিত নয়। বিপর্যয়ে রাজ্য ও কেন্দ্র একযোগে দুর্গতদের পাশে থাকা উচিত। ভাটপাড়া অশান্তির বিষয়ে বিজেপি সভাপতি পরিষ্কার জানান, তৃণমূলের ক্যাডাররা আমাদের সাংসদ থেকে দলীয় কর্মীদের মারধর করবে।  বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে জ্বালিয়ে দেবে। আর আমরা তা মুখ বুজে সহ্য করব, তা হবে না। আমরাও প্রতিরোধ করতে জানি।


সম্পর্কিত খবর