ফের বেলাগাম! এবার দিদির দূতকে জল না দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ সেই শুরু থেকে নিয়ে আজকের দিন, সময় কিছুটা পেরিয়ে গেলেও ‘দিদির দূত’-দের নিয়ে বিতর্ক কিন্তু বিন্দুমাত্রও কমে নি। সাধারণ জনগণ থেকে শুরু করে বিরোধী দলের নেতা-মন্ত্রী, প্রত্যেকেরই নিশানায় দিদির দূত (Didir Doot)। এবার এই দিদির দূতদের নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

নিজের কড়া মন্তব্য, হুঁশিয়ারির জন্য সর্বদাই চর্চিত বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ। এবার আরও একবার দিলীপবাবুর গলায় কড়া হুঁশিয়ারির সুর। এদিন মালদার (Malda) কালিয়াচকে একটি সভায় বক্তব্য রাখতে যান তিঁনি। সেই মঞ্চ থেকে প্রকাশ্যে নিশানা করেন দিদির দূতদের। শুধু তাই নয়, দূতদের বেঁধে রাখার নিদানও দিলেন পদ্ম সৈনিক। আর তাতেই শুরু রাজনৈতিক তরজা।

ঠিক কী বললেন দিলীপ? এদিন কালিয়াচকের সভা থেকে তিঁনি বলেন, ‘আপনাদের গ্রামে দিদির দূত এলে বাঁশ গাছে বেঁধে রাখুন। ২ দিন দিদির দূতকে বেঁধে রাখুন, জল পর্যন্ত খেতে দেবেন না।’ দিলীপের আরও হুঁশিয়ারি, ‘কেউ প্রশ্ন করলে গুন্ডা দিয়ে মারধর করছে এতদিন মানুষকে চোখ দেখাচ্ছিলেন, এখন মানুষই উল্টে চোখ দেখাচ্ছে।’

dilip ghosh f

অন্যদিকে, দিলীপবাবুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসকদল। মন্তব্য প্রসঙ্গে, তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য্য বলেন, ‘দিলীপ ঘোষ এই কথা বলার জন্যই বিখ্যাত। বাংলার মানুষ এই কথা বলার জন্যই ওঁকে চেনেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মানুষের দেওয়া এত বড় ধাক্কার পরেও শুধরোচ্ছেন না। আমরা বলতেই পারি, বিজেপি বাড়িতে ভোট চাইতে এলে জিজ্ঞাসা করতে যে প্রতি মাসে কেন টাকা বেশি নিচ্ছে মোদি সরকার। গ্যাসের দাম কেন বাড়ছে?’ উল্লেখ্য, বরাবরই নিজের কথার জেরে বিতর্কের শিরোনামে জায়গা করে নেন দিলীপ ঘোষ। এবারেও তার ব্যতিক্রম হল না।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর