‘বাঁদরের বাচ্চা হবেন, নাকি বিড়ালের বাচ্চা?’, বিধায়কদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ ‘বাঁদরের বাচ্চা হবেন, নাকি বিড়ালের বাচ্চা’, হেস্টিংসের কার্যালয় থেকে বিধায়কদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। হাতে গোনা কয়েকজন বিধায়ক ছাড়া বাকিরা সকলেই প্রায় নতুন, তাই কিভাবে শাসক দলকে আক্রমণ করবেন, কিভাবে এগিয়ে যাবেন- সেসবের ক্লাস নিতে হেস্টিংসে দলীয় কার্যালয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির সকল বিধায়করা। এখানে বিধানসভায় ওঠাবসার দিক থেকে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী সিনিয়র। তাই নতুন বিধায়কদের এগিয়ে যাওয়ার বার্তা দিতে ‘স্যার’ হলেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীরা।

dilip ghosh

তবে বিজেপির এই প্রশিক্ষণ শিবিরকে আবার কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর কথায়, ‘বিজেপি আবার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে! তা প্রশিক্ষণ দিচ্ছে কে? উত্তরবঙ্গকে ভাঙতেই কি এই প্রশিক্ষণ চলছে?’

প্রসঙ্গত, বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে নতুন বিধায়কদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ‘সংসদে যখন আমাদের ২ জন সাংসদ ছিলেন, তখন কিন্তু সেই জরুরি অবস্থার সময়েও আমাদের শেষ করতে পারেনি শাসকদল। আর বর্তমানে আমরা ৩ থেকে ৭৭-এ পৌঁছেছি। একদিন ক্ষমতায় আসবই আমরা’।

তিনি আরও বলেন, ‘এই দল কিন্তু আপনাকে বিধায়কের আসনে বসিয়েছে। তাই যেখানেই যাবেন, সবসময় দলকে জানিয়ে যাবেন। বিধায়ক হয়েছেন বলে, অনেক কিছু হয়ে গেছেন- এটা কখনই ভাববেন না। আপনাদেরকেই ঠিক করতে হবে, যে আপনারা বাঁদরের বাচ্চা হবেন, নাকি বিড়ালের বাচ্চা!’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর