বাড়াবাড়ি করলে পরিণাম ভুগতে হবে! কর্পোরেশন অভিযানের আগে পুলিশ হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কলকাতা কর্পোরেশন অভিযানের আগে পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তিনি বলেন, ‘পুলিশ যদি চায় বেশি বাড়াবাড়ি হোক, তাহলে তাঁরা অনেক কিছু করতে পারে। তাঁর পরিণাম তাঁদেরকে ভুগতে হবে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কর্পোরেশন ঘেরাও করে প্রতিবাদ জানানোর জন্য পুলিশি অনুমতি না মেলায় এই বয়ান দেন দিলীপবাবু। তিনি এও জানান যে, আমরা কোনও বিশৃঙ্খলা ছড়াতে চাইনা, আমরা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করব।

দেবাঞ্জন দেবের ভুয়ো টিকা কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছেন দিলীপ ঘোষরা। চারিদিকে করোনার কারণে কলকাতা পুলিশ বিজেপিকে এই অভিযান চালানোর অনুমতি দেয়নি। দিলীপবাবু এই প্রসঙ্গে বলেন, ‘পুলিশের অনুমতির দরকার নেই। আন্দোলন যাতে ঠিকভাবে হয়, সেই জন্যই পুলিশকে জানানো হয়েছে।”

দিলীপ ঘোষ পুলিশের অনুমতি না পাওয়ার প্রসঙ্গে বলেন, শাসক দলের জন কোভিড আইনও নেই আর কোনও সংবিধান-আদালত নেই। কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ হয়েছিল, এখনও কারও নামে FIR করা হয়নি। ওদের মতে, সেখানে কোনও আইনই ভাঙা হয়নি।

ভুয়ো টিকাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে দিলীপবাবু বলেন, রাজ্যে স্বৈরাচারী শাসন চলার জন্য সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। টিকা নিয়ে রাজনীতি, চুরি, কারচুপি সবই চলছে। এরফলে মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে। মানুষের মনের ক্ষোভ-অসন্তোষ তুলে ধরাই বিরোধী দলের কাজ। আমরা সেটাই করছি।


Koushik Dutta

সম্পর্কিত খবর