মোদির সভার দিনই দিল্লি রওনা হলেন দিলীপ, বললেন, ‘দল চায় না…’

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন দুর্গাপুরে। বাংলায় বিধানসভা ভোটের প্রাক্কালে তাঁর সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু বিজেপিরই আরেকদিকে চিত্রটা অন্য রকম। বৃহস্পতিবার সন্ধ্যাতেই জানা গিয়েছিল, মোদীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন তিনি। শুক্র সকালে তা স্পষ্ট হল আরও। এদিন সকাল সকালই দিল্লির পথে রওনা হয়ে গেলেন প্রাক্তন সাংসদ।

দুর্গাপুর না গিয়ে দিল্লি চললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জানান, পার্টির কাজেই যাচ্ছেন দিল্লি। কিন্তু রাজ্যে যেদিন খোদ প্রধানমন্ত্রীর (Narendra Modi) সভা রয়েছে সেদিনই কেন দিল্লি পাড়ি তাঁর? সভায় অনুপস্থিত থাকা নিয়ে এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্পষ্ট জানান, কর্মীরা ডেকেছিলেন তাঁকে। তাই হ্যাঁ বলেছিলেন। পার্টি ডাকেনি। পার্টি হয়তো চায় না। তিনি গেলে অস্বস্তি হবে। তাই যাচ্ছেন না দুর্গাপুর।

Dilip ghosh went to delhi on narendra modi program day

দিলীপের উপস্থিতি নিয়ে ছিল জল্পনা: মোদীর সভায় তিনি থাকবেন নাকি থাকবেন না, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল চরমে। একসময় দিলীপ (Dilip Ghosh) অবশ্য নিজেই জানিয়েছিলেন, দলের তরফে সভার আমন্ত্রণ পাননি তিনি। বঙ্গ বিজেপি আমন্ত্রণ পাঠায়নি তাঁকে। তবে কর্মী হিসেবে তিনি থাকবেন সভায়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যাতেই শোনা গেল অন্য রকম খবর।

আরও পড়ুন : ইচ্ছা থাকলেও হল না উপায়, আমন্ত্রণ না মেলায় মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ

দলবদলের জল্পনা ওড়ান দিলীপ: প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরেই দলের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) দূরত্ব বেড়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। উপরন্তু বিজেপির আপত্তি সত্ত্বেও দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরেও রাজনৈতিক মহলে কানাঘুষো চরমে উঠেছিল। এমনকি এও শোনা গিয়েছিল, দিলীপ ঘোষ (Dilip Ghosh) নাকি ২১ শে জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন : সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার ব্যবস্থা, অক্ষয়ের মানবিক উদ্যোগকে কুর্নিশ ইন্ডাস্ট্রির

যদিও পরবর্তীতে রাজ্য বিজেপির নব নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সব জল্পনার অবসান ঘটিয়েছিলেন তিনি। দলবদলের জল্পনাও নস্যাৎ করে জানিয়েছিলেন, ‘দিলীপ ঘোষ সেলেবেল নয়’। কিন্তু মোদীর সভা প্রসঙ্গে দলের ব্যাপারে তাঁর মন্তব্য নতুন করে উসকে দিল জল্পনা। আগামীতে দিলীপ ঘোষের পদক্ষেপ কী হয় সে দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।