বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই ইস্তফা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। দল ও পদ দুই জায়গা থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। ওনার পদত্যাগের পর রাজ্য রাজনীতিতে আবারও দলবদলের জল্পনা বাড়ল। তৃণমূল ছেড়ে কি এখন গেরুয়া শিবিরের পথে দীনেশ ত্রিবেদী? উঠছে নানান প্রশ্ন। পদত্যাগ করে দীনেশ ত্রিবেদী জানান, ‘দলে থেকে কাজ করতে পারছিলাম না। দলে দমবন্ধকর পরস্থিতি হয়ে উঠেছে। আমি আমার অন্তরআত্মার কথা শুনেছি। চুপ করে আর থাকতে পারছিলাম না, এই কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।”
দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘গোটা রাজ্যের চারিদিকে রাজনৈতিক হিংসা মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্রে বারবার আঘাত হানা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার এক কথাই বলছেন। আমি কি করব বুঝে উঠতে পারছি না, দলে থেকে তো কিছু করা যাচ্ছে না। আমরা শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির মাটি আমার জন্মভূমি। দলে থেকে কিছু বলতে আর করতে যখন পারছি না, তাহলে সরে যাওয়াই ভালো।”
সবথেকে বড় কথা হল, তিনি সাংবাদিক সন্মেলন ডেকে ইস্তফা দেন নি। বরঞ্চ তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে নিজের দলের বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফা দেন।
একদিকে রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসা আর গণতন্ত্র হননের অভিযোগ করে আসছে বিজেপি সমেত সমস্ত বিরোধী দল গুলো। আর এবার তৃণমূলের সাংসদ নিজেই সেই ইস্যু তুলে দল থেকে পদত্যাগ করলেন। দীনেশ ত্রিবেদীর মুখে এই কথা নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে বলে মত ওয়াকিবহাল মহলের।