পুজোর মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহার, গ্যাং-ওয়ারে মৃত ২, আহত বহু

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর শুরুতেই রক্তাক্ত দিনহাটা (dinhata)। তৃণমূলের (tmc) গোষ্ঠী সংঘর্ষে প্রণ হারালেন ২ ব্যক্তি, আহত ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দিনহাটা হাসপাতালে। ঘটনায় উত্তেহনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় এখনও অবধি ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুরনো সমস্যা উস্কে ওঠায়, কোচবিহারের সিতাই বিধানসভার গীতালদহের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মরাকুঠি এলাকায় রবিবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই নেতার সমর্থকরা বচসা দিয়ে শুরু হলেও একে পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয়  ধারাল অস্ত্র দিয়েই কোপাকুপি।

আচমকাই এই সংঘর্ষের মাঝে একপক্ষ গুলি চালাতে শুরু করে। গুলি চলায় গুরুতর আহত হন মান্নান হক ও মুজাফফর হোসেন। তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা এই দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেয়।

পাশাপাশি এই সংঘর্ষে আহত হন আরও ৫ জন। আহতদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হলেও, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক দল, শুরু হয়ে রাজনৈতিক চাপানউতোর।

এই বিষয়ে সিতাইয়ের তৃণমূল নেতা বিধায়ক ঘনিষ্ঠ জগদীশ বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ নুর আলম জানিয়েছেন, ‘এটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জের। তৃণোমূলকে যারা জিতিয়েছে, তাঁদের উপর বিজেপির কর্মীরা আঘাত করেছে। এমএলএ-এর লোকদের হত্যা করার চেষ্টা করা হয়েছে’।

আবার দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি সঞ্জয় বর্মন গোষ্ঠীকোন্দলের বিষয় উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এটা ওদের পারিবারিক বিবাদ বলেই আমি জানি। এখানে গোষ্ঠীকোন্দলের কোন বিষয় নেই’।

সম্পর্কিত খবর

X